কলকাতা: আরজি কর-কাণ্ডের প্রতিবাদে লাগাতার আন্দোলন করছেন জুনিয়র ডাক্তাররা৷ দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলনের পথ থেকে সরতে নারাজ তাঁরা৷ এদিকে প্রতিবাদের ঢেউয়ে বিপর্যস্ত রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে স্বাভাবিক ছন্দে ফেরাতে বদ্ধপরিকর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেলে নবান্নে সাংবাদিক বৈঠক করে সেই বার্তাই দিলেন তিনি। তবে জুনিয়র জাক্তারদের আচরণে তিনি হতাশ৷ নবান্নের তরফে আরজি করের জুনিয়র চিকিৎসকদের বার বার আলোচনার টেবিলে ডেকেও কোনও লাভ হয়নি। (Mamata Banerjee response)
ওরা চেয়ার চায়
বৃহস্পতিবারও আলোচনা ফলপ্রসূ না হওয়ায় হতাশা প্রকাশ করেন মমতা৷ সাংবাদিক বৈঠকে বলেন, ‘‘ওরা বিচার চায় না, চেয়ার চায়। আমি মানুষের স্বার্থে পদত্যাগ করতেও রাজি। মুখ্যমন্ত্রীর চেয়ার আমার চাই না। আমি চাই তিলোত্তমা বিচার পাক। আমার জন্ম আন্দোলনে। আমি আন্দোলন কে সমর্থন জানাই। মানুষ এসেছিলেন বিচার চাইতে। মানুষের স্বার্থে আমি পদত্যাগ করতেও রাজি৷ পরিবারগুলো যদি কৈফিয়ত চায়, তাহলে তাঁদেরও আমরা কৈফিয়ত দিতে বাধ্য।”
আরও পড়ুন-
জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে ‘রাজনীতি’?
Bengal-Junior doctors at RG Kar Hospital continue their protest, demanding justice. West Bengal CM Mamata Banerjee vows to restore healthcare services. Despite multiple negotiation attempts, the doctors remain firm. Discover the latest updates on this ongoing healthcare crisis.