কলকাতা: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিচারপতি রাজা শেখর মান্থার দেওয়া অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ আগামী ২৬ জুন পর্যন্ত বহাল থাকবে বলে জানালেন বিচারপতি জয় সেনগুপ্ত। শুভেন্দুর সাতটি মামলা বিচারপতি সেনগুপ্তর বেঞ্চে পাঠানো হয়েছে। সেই মামলায় আগেই নির্দেশ ছিল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নতুন কোনও এফয়াইয়ার করতে গেলে অনুমতি নিতে হবে আদালতের। সেই নির্দেশই আপাতত বহাল থাকবে।
শুভেন্দু অধিকারীর রক্ষাকবচ-সহ দুটি মামলা থেকে সরে দাঁড়িয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। শুনানি চলাকালীন বিচারপতি মান্থা জানিয়ে দেন, ‘‘দীর্ঘ শুনানি করার সময় এই এজলাসের নেই৷ আদালতে আরও ৫৩ জন বিচারপতি রয়েছেন। অন্য কোনও এজলাসে (এই মামলা) পাঠানো হোক।’’
প্রসঙ্গত, এর আগে শুভেন্দু অধিকারীর এই মামলা থেকে সরে দাঁড়িয়েছিলেন বিচারপতি পার্থসারথি সেন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নানা ইস্যুতে ২৬টি এফআইআর করেছিল রাজ্য সরকার৷ এই সমস্ত এফআইআর বর্তমানে স্থগিত রয়েছে বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশেই। শুভেন্দুকে রক্ষাকবচ দিয়ে তিনি নির্দেশ দিয়েছিলেন, হাইকোর্টের অনুমতি ছাড়া নতুন কোনও এফআইআর করা যাবে না৷ সেই নির্দেশই বহাল রাখলেন বিচারপতি সেনগুপ্ত৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>