কলকাতা: গত শুক্রবার শঙ্কর আঢ্যের বনগাঁর বাড়িতে তল্লাশি চালায় ইডি। দীর্ঘ জেরা ও তল্লাশির পর মধ্যরাতে গ্রেফতার করা হয় মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ এই আইনজীবীকে৷ পরের দিন ইডি আদালতে জানায়, হাসপাতালে চিকিৎসাধীন জ্যোতিপ্রিয়ের সঙ্গে চিঠির মাধ্যমে যোগাযোগ রেখেছিলেন ‘ডাকু’। তেমনই একটি চিঠি ইডির হাতে এসেছে। সেখানে বাংলা এবং ইংরেজি মিশিয়ো বেশ কিছু কথা লেখা রয়েছে। সেই চিঠি বালু দিয়েছিলেন মেয়ে প্রিয়দর্শিনীর হাতে৷ কী লেখা ছিল সেখানে?
ইডি সূত্রে খবর, ওই চিঠিতে শঙ্কর ওরফে ডাকুর নাম উল্লেখ রয়েছে৷ অল্প কথায় কিছু তথ্য এবং নির্দেশ দেওয়া হয়েছে। চিঠি লিখে বালু তাঁর কন্যাকে জানিয়েছিলেন কোথায়, কার কাছে, কত টাকা রয়েছে। ইডি-র অনুমান, রেশন ‘দুর্নীতি’র সঙ্গে ওই টাকার যোগ রয়েছে৷ আর সেই সূত্রেই চিঠিতে উঠে এসেছে ‘ডাকু’র নাম৷ তবে শুধু শঙ্কর নন, আরও কয়েক জনের নাম চিঠিতে রয়েছে বলেই ইডি সূত্রে খবর।