‘পাকিস্তানকে আমরাই চুড়ি পরিয়ে দেব….’! ফুল ফর্মে রাজনীতির ময়দানে কঙ্গনা

কলকাতা: তিনি বরাবরই ঠোঁটকাটা স্বভাবের৷ চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানাতে তিনি যে বেশ সিদ্ধহস্ত, তা বলাই যায়৷ বলিউডের নেপোটিজম নিয়ে বহুবার সুর চড়াতে দেখা গিয়েছে তাঁকে৷…

kangana vote

কলকাতা: তিনি বরাবরই ঠোঁটকাটা স্বভাবের৷ চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানাতে তিনি যে বেশ সিদ্ধহস্ত, তা বলাই যায়৷ বলিউডের নেপোটিজম নিয়ে বহুবার সুর চড়াতে দেখা গিয়েছে তাঁকে৷ তবে এখন আর তিনি শুধু অভিনেত্রী নন, লোকসভা ভোটে বিজেপি’র তারকা প্রার্থী৷ গায়ে গেরুয়া রং লাগতেই রাজনীতির ময়দানে নেমে  বিরোধীদের তীব্র আক্রমণ শানালেন কঙ্গনা রানাউত। ফারুক আবদুল্লার ‘পাকিস্তান চুড়ি পরে বসে নেই’ মন্তব্যের পাল্টা দিলেন বিজেপি নেত্রী৷ বললেন, “পাকিস্তান যদি চুড়ি পরে বসে না থাকে, তাহলে আমরাই চুড়ি পরিয়ে দেব।”

সম্প্রতি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছিলেন, ভারত কোনও দিনই পাক অধিকৃত কাশ্মীরের উপর থেকে নিজেদের দাবি প্রত্যাহার করবে না৷ যার জবাবে জম্মু-কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্স দলের প্রেসিডেন্ট ফারুর আবদুল্লার মন্তব্য ছিল, ‘পাকিস্তানও চুড়ি পরে বসে নেই’। এরই মধ্যে কংগ্রেস নেতা মণি আইয়ারের একটি ভিডিয়ো ভাইরাল হয়, যেখানে তাঁকে বলতে শোনা যায়, ‘‘ভারতের উচিত পাকিস্তানকে সম্মান করা৷ ওদের কাছে অ্যাটম বোমা আছে।’

বৃহস্পতিবার হিমাচল প্রদেশের কুলুতে নির্বাচনী প্রচারে গিয়ে এই ইস্যু নিয়েই বিরোধীদের তুলোধোনা করলেন কঙ্গনা। তিনি বলেন, ‘আমরা জানি পাকিস্তানের আটা নেই, বিদ্যুৎ নেই। তবে এটা জানতাম না যে ওদের কাছে চুড়িও নেই। বিরোধীরা বলছে, পাকিস্তান চুড়ি পরে বসে নেই৷ আরে ভাই, যদি না পরে থাকে তাহলে আমরা পরিয়ে দেব।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *