কাঁকুরগাছিতে নিহত বিজেপি কর্মীর বাড়িতে CBI, হোমিসাইড শাখার ২ অফিসারকে ঢুকতে বাধা

কাঁকুরগাছিতে নিহত বিজেপি কর্মীর বাড়িতে CBI, হোমিসাইড শাখার ২ অফিসারকে ঢুকতে বাধা

কলকাতা: সিবিআই-এর সামনেই কলকাতা পুলিশের হোমিসাইড শাখার দুই অফিসারকে চিহ্নিত করলেন কাঁকুরগাছির নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের পরিবার৷ ওই দুই অফিসারকে বাড়িতে ঢুকতেই দিলেন না তিনি৷ বাধার মুখে ফিরতে হয় ওই দুই অফিসারকে৷ 

আরও পড়ুন- বন্যার ত্রাণে কোটি টাকার দুর্নীতি, রাজ্যকে তীব্র ভর্ৎসনা হাই কোর্টের

এদিন কাঁকুরগাছিতে নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের বাড়িতে যান সিবিআই-এর বিশেষ তদন্তকারী দল৷ কিন্তু হোমিসাইড শাখার ওই দুই অফিসার তাঁদের বাড়িতে গেলে, তাঁদের বাধা দেন অভিজিতের দাদা বিশ্বজিৎ সরকার৷ তিনি জানান, গতকাল তাঁদের বাড়িতে গিয়েছিলেন এই দুই অফিসার৷ তাঁকে সাদা কাগজে সই করার জন্য চাপও দেন৷ প্রমাণ হিসাবে একটি ভিডিয়োও সিবিআই-এর হাতে তুলে দিয়েছেন বিশ্বজিৎ৷ তাঁর কথায়, সবচেয়ে বড় কালপ্রিট নারকেলডাঙার ওসি৷ 

অভিযোগ, ২ মে ভোটের ফল প্রকাশের পরেই প্রথমে শ্বাসরোধ করে ও পরে মাথায় ভারী বস্তুর আঘাত করে খুন করা হয় কাঁকুরগাছির বাসিন্দা তথা বিজেপি’র শ্রমিক সংগঠনের সদস্য অভিজিৎকে৷ গতকাল নিজাম প্যালেসে নিয়ে গিয়ে অভিজিতের দাদা বিশ্বজিতের বয়ান রেকর্ড করা হয়৷ তাঁর পৌঁছনোর আধ ঘণ্টার মধ্যে সেখান যান  কলকাতা পুলিশের হোমিসাইড শাখার ৩ আধিকারিক ৷ তাঁদের মধ্যে থেকে দু’জনকে চিহ্নিত করে বিশ্বজিৎ৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + eleven =