করমণ্ডল দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৮০, আহত ৯০০ পাড়! এখনও কামরায় আটকে অনেকে

করমণ্ডল দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৮০, আহত ৯০০ পাড়! এখনও কামরায় আটকে অনেকে

বালেশ্বর: শুক্রবার সন্ধ্যায় ওড়িশার বালেশ্বরের কাছে আপ করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় ক্রমেই বাড়ছে নিহত এবং আহতের সংখ্যা৷ শনিবার সকাল ৮টার মধ্যে অকুস্থলে পৌঁছন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব৷ তার ঘণ্টা তিনেকের মধ্যেই সকাল ১১ টা নাগাদ রেলের তরফে বিবৃতি দিয়ে জানানো হয় শনিবার সকাল পর্যন্ত এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৬১ জনের। তবে শেষ পাওয়া তথ্য অনুযায়ী, করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮০৷ আহতের সংখ্যা ৯০০-রও বেশি যাত্রী৷ 

রাতভর চলেছে উদ্ধার কাজ৷ দুমড়ে মুচড়ে যাওয়া রেলের কামরা থেকে বার করে আনা হচ্ছে একের পর এক মৃত দেহ৷ বালেশ্বর যেন মৃত্যুপুরী৷ চারিদিকে হাহাকার৷ ভোরের আলো ফুটতেই উদ্ধারকাজ আরও বেগ পায়৷ দেখা যায় রেল লাইনের পাশে থাকা মাঠে সারি দিয়ে রাখা মৃতদেহ৷ উদ্ধারকারী এনডিআরএফ-এর সদস্যরা জানাচ্ছেন, বহু দেহ ট্রেনের কামরায় পিষে গিয়েছে৷ সেই দেহগুলি শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে৷ এই ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে৷ এদিন সকালে দুর্ঘটনাস্থলে পৌঁছন ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকও৷ পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

বালেশ্বর থেকে যে ছবি উঠে আসছে, তা অত্যন্ত মর্মান্তিক৷ রেলের কামরাগুলি ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ প্রত্যক্ষদর্শীদেরও আশঙ্কা, উদ্ধারকাজ যত এগোবে, নিহত এবং আহতের সংখ্যাও বাড়বে। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনে এখনও অনেক যাত্রী আটকে রয়েছেন বলেও জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা৷ 

তবে করমণ্ডল-সহ এক সঙ্গে তিনটি ট্রেন কী ভাবে দুর্ঘটনার কবলে পড়ল, তা নিয়ে সংশয় রয়েই গিয়েছে। আধিকারিকরা জানিয়েছেন, কী ভাবে দুর্ঘটনাটি ঘটল, তা এখনই বলা সম্ভব নয়। তদন্তের পরেই তা বোঝা যাবে৷