Kerala Blasters vs East Bengal
কলকাতা: জারি রক্তক্ষরণ! ফের হার ইস্টবেঙ্গলের। এগিয়ে গিয়েও ১-২ গোলে হারল লাল-হলুদ শিবির। এদিন ইস্টবেঙ্গল জার্সিতে মাঠে নেমেছিলেন আনোয়ার আলি। কিন্তু, তাতেও রক্ষা হল না৷ পায়ের ফাঁক দিয়ে বল গলালেন তিনি। তাতেই হারতে হল কেরালা ব্লাস্টার্সের কাছে। দুই ম্যাচের পর এখনও চলতি আইএসএলে খাতাই খুলতে পারল না ইস্টবেঙ্গল।
দ্বিতীয়ার্ধে এল তিনটি গোল kerala blasters vs east bengal
প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি। কিন্তু দ্বিতীয়ার্ধে এল তিনটি গোল৷ ৫৯ মিনিটের মাথায় গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে নিয়ে যান পিভি বিষ্ণু। তিনি আবার কেরলেরই বাসিন্দা। ঘরের মাঠ গোল করলেও, কেরলের গ্যালারি তখন চুপ৷ এদিকে, গত ম্যাচে বেঙ্গালুরু এফসি-র কাছে হারের পর প্রথম গোল আসতেই উজ্জীবিত হয়ে ওঠে লাল-হলুদ শিবির। কিন্তু সেই আনন্দ মাত্র চার মিনিটের৷ ৬৩ মিনিটের মাথায় গোল শোধ করে ম্যাচে সমতা ফেরায় কেরালার নোয়া সাদাউই।
৮৮ মিনিটে ভুল
এই ম্যাচে মোহনবাগান থেকে ইস্টবেঙ্গলে আসা আনোয়ারকে নিয়ে শুরু থেকেই চর্চা ছিল৷ তবে তাঁর মধ্যে কোনও জোশ লক্ষ্য করা যায়নি৷ ৮৮ মিনিটের মাথায় তিনি যে ভুল করলেন তাঁর মাশুল দিল লাল-হলুদ শিবির৷
জয় কেরলা ব্লস্টার্সের
লাল-হলুদ ডিফেন্ডার আনোয়ারের ভুলেই ইস্টবেঙ্গল রক্ষণে বল পেয়ে যান কেরালার কোয়ামে পেপরাহ। তাঁর জোরালো শট আনোয়ারের দুই পায়ের মাঝখান দিয়ে গিয়ে জালে জড়িয়ে পড়ে। জয় ছিনিয়ে নেয় কেরলা ব্লাস্টার্স৷
আরও পড়ুন-
৬৩২ দিন পর টেস্টে ফিরে শতরান ঋষভের!
৩৪ হাজার কোটি টাকার সম্পত্তি নিয়ে ভাইয়ের সঙ্গে বিবাদ ললিতের,
চিনের ‘প্রাচীর’ গুঁড়িয়ে চ্যাম্পিয়ন ভারত,
Sports: In a thrilling match, East Bengal loss came after they took the lead through Vishnu PV. However, they couldn’t hold onto the advantage, allowing Kerala Blasters to make a stunning comeback.