শরীরি হিল্লোলে মোহময়ী লাস্য! খুশি’র আগুনে কুপোকাৎ নেটপাড়া

শরীরি হিল্লোলে মোহময়ী লাস্য! খুশি’র আগুনে কুপোকাৎ নেটপাড়া

মুম্বই:  জাহ্নবী কাপুরের মতোই সোশ্যাল মিডিয়ায়  সেনশেসন হয়ে উঠছেন বোন খুশি কাপুর৷ সোশ্যাল মিডিয়ায় লাখো ফলোয়ার্স তাঁর৷ ইনস্টাগ্রানে ফ্যাশন ব্লগার হিসাবে বেশ পরিচিত শ্রীদেবী কন্যা৷ তুতো বোন শানায়া কাপুরের মতো ‘জেন জেড’  ব্রান্ডের মুখ তিনি৷ তাঁর শরীরি আবেদনে ঘায়েল লাখো পুরুষের হৃদয়৷ তিনি যে পোশাকই পড়ুন না কেন, সেটাই যেন ট্রেন্ড৷ 

আরও পড়ুন- একে অপরে মন হারিয়ে হাতে হাত রেখে সাদরে বর্ষবরণ প্রমিতা-রুদ্রজিতের

শর্ট স্কার্ট হোক বা ডিসট্রেসড জিনস, যে কোনও আউটফিটেই খুশি যেন ফ্যাশন স্টেটমেন্ট। দিদি জাহ্নবী রুপোলি পর্দায় ঝড় তুললেও, আপাতত  নিউ ইয়র্কে পড়াশোনা করেছেন তিনি। পড়াশোনা শেষে তাঁরও অভিষেক হবে বড় পর্দায়৷ আপাতত তিনি বিদেশ বিভুঁইয়ে৷ সেখান থেকেই নিত্য নতুন ছবি পোস্ট করতে থাকেন খুশি৷ সম্প্রতি ডিসট্রেসড জিনসের উপর হলুদ টপ পরে দুর্দান্ত নজরকাড়া একটি ছবি পোস্ট করেছেন বছর ২০-র খুশি। তাঁর শরীরের সঙ্গে মাখামাখি করে রয়েছে সূর্যের রক্তিম আভা৷ খুশির এই সানকিসড ছবি দেখে আপ্লুত নেটিজেনরা৷ যা মন কেড়ে নিয়েছে তাঁর অনুরাগীদের। এই ছবি পোস্ট করেই নিউ ইয়র্কের বুক থেকে গ্রীষ্মকে আহ্ববান জানিয়েছে জাহ্নবীর বোন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘হ্যালো সামার’।

আরও পড়ুন- ছেলে কোলে অনুরাগীদের বৈশাখী শুভেচ্ছা ‘ওম-তোড়া’র

খুশির এই পোস্টে জাহ্নবী লিখেছেন, ‘‘তুমি তবে ফিরে আসবে? কবে সামনে দাঁড়িয়ে হ্যালো বলবে আমাকে?’  আবার খুশির বেস্ট ফ্রেন্ড আলিয়া কাশ্যপ কমেন্টে লিখেছেন, ‘‘তোমাকে মিস করছি৷’’ শ্রীদেবী আর বনি কাপুরের ছোট মেয়ে খুশি পরিচিতি ফ্যাশনিস্তা হিসেবেই৷ প্রসঙ্গত, বনি কাপুরের প্রথম পক্ষের সন্তান অর্জুন কাপুর ও অংশুলা৷ তাঁর দ্বিতীয় পক্ষের সন্তান জাহ্নবী ও খুশি কাপুর৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × one =