নয়াদিল্লি: বেশ কিছুদিন ধরেই টালমাটাল অবস্থা চলছিল৷ অবশেষে প্রথম একাদশ থেকে বাদই পড়ে গেলেন লোকেশ রাহুল। খারাপ খেলার জেরে স্থান হারাতে হল তাঁকে৷ তাঁর বদলে প্রথম একাদশে জায়গা করে নিলেন শুভমন গিল। রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নামবেন তিনি৷ রাহুল ছাড়াও প্রথম একাদশ থেকে বাদ পড়েছেন মহম্মদ শামি। তাঁর বদলে দলে এসেছেন উমেশ যাদব।
আরও পড়ুন- জীবনের হাফসেঞ্চুরিতে বড় উপহার, শচীনকে শ্রদ্ধা জানাতে কোন বিশেষ উদ্যোগ নিল তাঁর শহর?
ইনদওরে টস করতে নামার আগেই ক্যাপ্টেন রোহিতের হাতে দেখা যাচ্ছিল একটি কাগজ৷ সেটা দেখেই মনে যাচ্ছিল, দলে বদল এসেছে। কিন্তু একসঙ্গে দু’টি বদল ঘটবে, সেটা বোঝা যায়নি। রাহুলকে আগেই সহ-অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল৷ তার পর থেকেই জল্পনা শুরু হয়েছিল তাঁকে নিয়ে৷ মনে করা হচ্ছিল, তৃতীয় টেস্টে হয়তো খেলার সুযোগ পাবেন না তিনি। তেমনটাই হল। এধিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা৷ তিনি বলেন, ‘‘দলে দুটো বদল আনা হয়েছে। শুভমন খেলছে। বাদ পড়েছেন রাহুল। শামিকেও বিশ্রাম দেওয়া হয়েছে। ওঁর বদলে জায়গা পেয়েছে উমেশ।’’
ভারতীয় দল থেকে রাহুলের বাদ পড়াটা একপ্রকার নিশ্চিত ছিল। কিন্তু শামিকে বিশ্রামে পাঠানোয় অনেকেই অবাক৷ কারণ, প্রথম দুই টেস্টে স্পিন সহায়ক উইকেটে ভাল বল করেছিলেন শামি। উইকেটও পেয়েছেন। এর পরেও শামিকে কেন বাইরে রাখা হল তা নিয়েই প্রশ্ন উঠেছে। তিনি চোট পেয়েছেন কি না তাও জানা যায়নি৷ রোহিত শুধু জানিয়েছেন, শামিকে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে। হয়তো ইনদৌরের মাঠে উমেশকে শামির চেয়ে বেশি কার্যকর মনে হয়েছে ম্যানেজমেন্টের। তাই তাঁকে খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাহুল ও শামি ছাড়া বাকি দল একই আছে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>