যত কাণ্ড গেরুয়া মনোকিনিতে! জানেন দীপিকার ‘বিতর্কিত’ ওই পোশাকের দাম কত?

যত কাণ্ড গেরুয়া মনোকিনিতে! জানেন দীপিকার ‘বিতর্কিত’ ওই পোশাকের দাম কত?

d5f8c3076d6e51971da841623d9c1c64

মুম্বই: মুক্তির আগেই বিতর্কের কেন্দ্রে ‘পাঠান’-এর ‘বেশরম রং’৷ আর যত নষ্টের গোঁড়া দীপিকা পাদুকোনের পরনের ওই গেরুয়া মনোকিনি। গেরুয়া কেন বেশরম অর্থাৎ নির্লজ্জের রং হল, সেই প্রশ্ন তুলেই রে রে করে তেড়ে গিয়েছেন কট্টরপন্থী হিন্দুত্ববাদীরা৷ কেন তিনি ওই কাজ করলেন? তা নিয়ে একেবারে তুলকালাম কাণ্ড। রাজনীতিকরা তো বটেই সরব হয়েছে নেটিজেনদের একাংশও৷ হিন্দুত্ববাদী সংগঠনগুলির দাবি, যে দৃশ্যে দীপিকাকে গেরুয়া রঙের মনোকিনিতে দেখা গিয়েছে, সেই অংশটি বাদ দিতে হবে। 

আরও পড়ুন- বিশেষ দিনে জনের ‘পাঠান’ লুক শেয়ার শাহরুখের, আপ্লুত অনুরাগীরা

এদিকে, পাঠান ছবি নিষিদ্ধ করার দাবি জানিয়ে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের কাছে পিটিশন দিয়েছেন এক আইনজীবীও। বিহারের আদালতেও শাহরুখ, দীপিকা সহ অনেকের নামে এফআইআর  করার অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে। কিন্তু যে মনোকিনিকে নিয়ে এত শোরগোল, জানেন তার দাম কত? এর প্রাইস ট্যাগ দেখলে যে কেউ চমকে উঠবেন৷ বিতর্কিত বেশরম রং-এ দীপিকাকে  একাধিক বিকিনি এবং মনোকিনিতে দেখা গিয়েছে৷ সবকটিই বেশ মূল্যবান। একাধিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, দীপিকার বিতর্কিত গেরুয়া রঙের মনোকিনির দাম ১৯ হাজার ৭৭৩ টাকা। যদিও এর সত্যতা যাচাই করেনি এই আজ বিকেল.কম৷