অবশেষে মিলল হাওয়া বদলের ইঙ্গিত! উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণে স্বস্তি কবে?

অবশেষে মিলল হাওয়া বদলের ইঙ্গিত! উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণে স্বস্তি কবে?

কলকাতা: ঝলসানো রোদ৷ অসহনীয় গরম৷ প্যাচপ্যাচ ঘাম৷ তীব্র দাবদাহে নাজেহাল রাজ্যবাসী৷ কবে আসবে বৃষ্টি? এই প্রশ্নই এখন সকলের মনে ঘুরপাক খাচ্ছে৷ অবশেষে স্বস্তির খবর শোনাল হাওয়া অফিস৷ রবিবার থেকে মিলল হাওয়া বদলের ইঙ্গিত। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে৷ পাশাপাশি দক্ষিণবঙ্গে ঢুকে পড়বে প্রাক বর্ষার বৃষ্টি৷ তবে শনিবার পর্যন্ত রাজ্যজুড়ে তাপপ্রবাহের সর্তকতা জারি করা রয়েছে৷ দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চলবে রবিবার পর্যন্ত। পশ্চিমের জেলাগুলিতেও শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। কলকাতা-সহ উপকূলবর্তী জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বেলা বাড়ায় সঙ্গে সঙ্গে গরম ও অস্বস্তি বাড়বে। রবিবার সকাল পর্যন্ত হাঁসফাঁস করা পরিস্থিতি বজায় থাকলেও, আকাশ আংশিক মেঘলা থাকবে৷ বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণ তো গরমে পুড়ছেই পাশাপাশি গরম বাড়ছে উত্তরেও৷ উত্তরবঙ্গের পার্বত্য এলাকা ছাড়া বাকি সব জেলাতেই গরম ও অস্বস্তিভাব চরমে।‌ সর্বোচ্চ তাপমাত্রার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে সর্বনিম্ন তাপমাত্রাও৷ তবে স্বস্তির খবর হল আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ভারতের মূল ভূখণ্ড কেরলে বর্ষা ঢুকে পড়বে বলেই অনুমান আবহাওয়াবিদদের। কেরল-সহ দক্ষিণ ভারতের বেশ কিছু রাজ্য এবং উত্তর-পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ, মেঘালয় এবং অসমে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে। আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে উত্তর-পূর্ব ভারতেও মৌসুমী পৌঁছে যাবে। রবি ও সোমবারের মধ্যে উত্তরবঙ্গে অর্থাৎ বাংলায় ঢুকে পড়বে বর্ষা৷ তেমনটাই অনুমান আবহাওয়াবিদদের৷ সাধারণত জলপাইগুড়িতে মৌসুমী বায়ু বা বর্ষা ঢোকে ৭ জুন। তবে এবার নির্ধারিত সময়ের চেয়ে দেরিতেই ঘটছে বর্ষার আগমন।

রবিবার থেকে প্রাক বর্ষার ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি ও  কলকাতায়৷ তবে ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়ার মতো জেলাগুলিতে এখনই গরম কমছে না। এই জেলাগুলিতে তাপপ্রবাহ চলার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশ দাস। বর্ষা যতদিন না দক্ষিণবঙ্গে প্রবেশ করছে, ততদিন এই অস্বস্তিকর আবহাওয়া দক্ষিণবঙ্গে জারি থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।