যাদবপুরকাণ্ডে এবার আসরে স্বয়ং পুলিশ কমিশনার, ঘরে ডেকে জেরা করলেন ধৃত সৌরভদের

যাদবপুরকাণ্ডে এবার আসরে স্বয়ং পুলিশ কমিশনার, ঘরে ডেকে জেরা করলেন ধৃত সৌরভদের

কলকাতা: যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনা নাড়িয়ে দিয়ে গিয়েছে গোটা রাজ্যকে৷ এই ঘটনায় এ বার আসরে নামলেন খোদ কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল৷ তিনি নিজে যাদবপুরের প্রাক্তনী সৌরভ চৌধুরী-সহ কয়েক জন ধৃতকে জিজ্ঞাসাবাদ করেছেন বলে পুলিশ সূত্রে খবর। শনিবার লালবাজারে নিজের ঘরে বলে সৌরভদের জিজ্ঞাসাবাদ করেন তিনি। বেশকিছু ক্ষণ ধৃতদের সঙ্গে তিনি কথা বলেন। একাধিক প্রশ্ন করেন তিনি৷

যাদবপুরে ছাত্রের রহস্য মৃত্যুর ঘটনায় প্রথম গ্রেফতার হন সৌরভ। তিনি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রাক্তন ছাত্র৷ ২০২২ সালে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ করলেও প্রাক্তনী হিসাবে মেন হস্টেলে থাকতেন তিনি। ৯ অগাস্ট ইন্ট্রোর নামে মৃত পড়ুয়াকে র‌্যাগিং করা হয়েছিল বলে অভিযোগ৷ এবং তাতে নাকি হাত ছিসল এই সৌরভের৷ 

পুলিশ সূত্রে দাবি, ধৃতরা কমিশনারের অনেক প্রশ্নেরই সদুত্তর দিতে পারেননি। আবার অনেক প্রশ্নের উত্তরে অসঙ্গতি রয়েছে। একে অপরের সঙ্গে কোনও মিল নেই৷ জেরার সূত্রে উঠে আসছে একাধিক বিষয়ও। সেইসব সূত্র ধরেই তদন্ত এগিয়ে নিয়ে যেতে চাইছে পুলিশ। তবে বিনীত গোয়েলকে কেন আসরে নামতে হল, তা এখনও স্পষ্ট করা হয়নি৷ 

মৃত পড়ুয়ার বাবার অভিযোগেও রয়েছে সৌরভের নাম৷ তিনি জানান, যাদবপুরে একটি চায়ের দোকানে সৌরভের সঙ্গে আলাপ হয়েছিল তাঁর। মৃত পড়ুয়ার বাবার অভিযোগ, সেই রাতে ওই ছাত্র যখন মায়ের সঙ্গে কথা বলছিলেন, তাকে সেখান থেকে নিয়ে যেতে বলছিলেন, তখন তাঁর হাত থেকে মোবাইল কেড়ে নেন সৌরভ। তিনিই ওই ছাত্রের মাকে জানান, তাঁর ছেলে ভালই আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 4 =