কলকাতা: পঞ্চায়েত ভোটের মনোনয়ন নিয়ে রাজ্যজুড়ে তুলকালাম৷ জেলায় জেলায় সংঘর্ষের ছবি৷ এই অবস্থায় বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন রাজ্যের বিভিন্ন ব্লক ও মহকুমার বিরোধী দলের প্রার্থীরা৷ তাঁদের অভিযোগ, কোনও ভাবেই তাঁরা মনোনয়ন জমা দিতে পারছেন না। কোথাও মড়িমুড়কির মতো বোমাবাজি হচ্ছে, কোথাও আবার পুলিশি নিরাপত্তা ও শাসক দলের হুমকির জেরে বিডিও অফিসের চৌহদ্দিতে ঢোকা সম্ভব হচ্ছে না। এহেন অভিযোগ শুনেই কড়া নির্দেশ দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। বিচারপতি বলেন, যাঁরা মনোনয়ন জমা দিতে গিয়ে বাধা পাচ্ছেন, তাঁদের এসকর্ট করে নিয়ে গিয়ে মনোনয়ন করাতে হবে কলকাতা পুলিশকে।
কলকাতা পুলিশের উদ্দেশে আদালতের নির্দেশ, ভাঙড়, ক্যানিং, কাশীপুর, বসিরহাট-সহ বিভিন্ন এলাকার পঞ্চায়েত প্রার্থী, প্রস্তাবক ও সমর্থকদের এসকর্ট করে মনোনয়ন কেন্দ্রে পৌঁছে দিতে হবে। সকলে যাতে সুষ্ঠুভাবে মনোনয়ন জমা দিতে পারেন, তা নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছে লালবাজারের উপরে।
বুধবার ন্যাজাটে বিজেপি প্রার্থীদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি’র রাজ্য সভাপতি তথা বালুরঘাটের কংগ্রেস সাংসদ সুকান্ত মজুমদার বহু চেষ্টা করলেও প্রার্থীদের বিডিও অফিসে ঢোকাতে পারেননি। এর পরই তিনি দলীয় প্রার্থীদের বাসে চাপিয়ে সোজা রাজ্য নির্বাচন কমিশনের সামনে নিয়ে আসেন৷ গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও সুর চড়িয়ে বলেছিলেন, যাঁরা মনোনয়ন দিতে পারবেন না, তাঁরা কমিশনের বাইরে এসে লাইন দেবেন। পাশাপাশি বাংলার ৫০টি ব্লকে লুঠ চলছে বলেও অভিযোগ জানান বিরোধী দলনেতা।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>