অর্থের বিনিময়ে কেউ কেউ নিয়োগ দুর্নীতি করেছেন! বিস্ফোরক ফিরহাদ, ‘বাধা দেননি কেন’, পাল্টা কুণাল

অর্থের বিনিময়ে কেউ কেউ নিয়োগ দুর্নীতি করেছেন! বিস্ফোরক ফিরহাদ, ‘বাধা দেননি কেন’, পাল্টা কুণাল

kunal ghosh

কলকাতা: আজ, সোমবার তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস৷ দলের প্রতিষ্ঠা দিবসে নিয়োগ দুর্নীতিতে শাসক শিবিরের কারও কারও জড়িত থাকার কথা কার্যত স্বীকার করে নিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, “কেউ কেউ টাকা নিয়ে চাকরি দিয়েছেন, চুরি হয়েছে, এটা সত্যি। কিন্তু আমরা সবাই এর সঙ্গে জড়িত নয়।” এ প্রসঙ্গে দল নেত্রী মমচা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গও টেনে আনেন ববি হাকিম৷ তাঁর দাবি, “মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতি করেননি, করেন না, করতে পারেন না। তিনি সততার প্রতীক। তিনি এমন দুর্নীতি সহ্য করবেন না।” ফিরহাদের কথায়, “টাকা নিয়ে চাকরি দেওয়ার  আর মায়ের মাংস কেটে খাওয়া একই ব্যাপার!” 

এদিকে ফিরহাদের মন্তব্যের পাল্টা কুণাল বলেন, “দুর্নীতি যখন হয়েছিল, তখন বাধা দেননি কেন? আটকাননি কেন?’’ তিনি আরও বলেন, ‘‘ববিদা সিনিয়র নেতা৷ উনি সঠিক কথা বলেছেন। কিন্তু দুঃখের বিষয়, অনেকদিন আগে আমি যখন একই কথা বলেছিলাম, তখন বলা হয়েছিল, এটা মন্ত্রিসভার সম্মিলিত সিদ্ধান্ত। কুণাল ঘোষ মন্ত্রিসভার কেউ নন! পার্থদার কথা বলেছিলাম। তখনও বলা হয়েছিল, মন্ত্রিসভার কালেকটিভ ডিশিসন।” 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *