কলকাতা: কুণাল ঘোষকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি৷ বিজেপি প্রার্থী তাপস রায়কে দরাজ সার্টিফিকেট দিয়ে দলে কোনঠাসা তিনি৷ তৃণমূলের মুখপাত্রের পদ থেকে সরানো হয়েছে তাঁকে৷ এবং এই সিদ্ধান্তের পিছনে দলের শীর্ষ নেতৃত্বের সম্মতি রয়েছে বলেও জানা গিয়েছে৷ এরই মাঝে বিস্ফোরক দাবি করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী৷ তাঁর আশঙ্কা, খুন হয়ে যেতে পারেন কুণাল৷ কারণ, তিনি সত্যি বলতে শুরু করেছেন৷ অধীরের কথায়, মুখ্যমন্ত্রীর বিষয়টা ভালো লাগছে না৷
রাজনীতির কারবারিদের একাংশের মতে, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দ্বন্দ্বের মধ্যেই তাপসকে নিয়ে কুণালের মন্তব্যকে ভালভাবে নেয়নি দল। সেই কারণেই পদ হারাতে হয়েছে তাঁকে। তৃণমূলের তরফে অবশ্য সাফ জানিয়ে দেওয়া হয়েছে, কুণালের মন্তব্য তাঁর নিজস্ব। দলের সঙ্গে কোনও সম্পর্ক নেই। এদিন কুণালের প্রসঙ্গ টেনে অধীর বলেন, “কুণাল ঘোষ সোজাসাপটা কথা বলতে শুরু করেছে। দিদির গায়ে ঝাল লাগছে। ভাল লাগছে না। কুণাল ঘোষকে ক’দিন পর জেলে পাঠিয়ে দেবে। খুনও করে দিতে পারে। মিথ্যা কেসে জেলও হতে পারে ওঁর।”