কলকাতা: পদ হারিয়ে দলে অনেকটাই কোনঠাসা কুণাল ঘোষ৷ এবার দলের কাছে নতুন আর্জি নিয়ে হাজির তৃণমূলের সদ্য প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক৷ কুণাল বলেন, তাঁর শূন্যপদে যেন বসানো হয় ভোটে তৃণমূলের রণকৌশল নির্ধারক সংস্থা ‘আইপ্যাক’-এর বর্তমান প্রধান পরামর্শদাতা প্রতীক জৈনকে৷
মুখপাত্রের পদ গিয়েছিল আগেই৷ বুধবার সন্ধ্যায় রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকেও সরানো হয় কুণাল ঘোষকে৷ ‘শাস্তি’ মাথায় নিয়েও দলের একাংশের বিরুদ্ধে তোপ দেগে চলেছেন কুণাল। নাম না করেই আক্রমণ শানাচ্ছেন দলের ‘তারকা’ নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে। এ বার তিনি নিশানা করলেন আইপ্যাক এবং প্রতীককে৷ তাঁর দাবি, বকলমে তৃণমূলকে ‘চালাচ্ছেন’ ভোটকুশলী প্রতীক এবং তাঁর সহকর্মীরা। তাই তাঁদের দলের পদ এবং প্রতীক পাওয়া প্রাপ্য। শুক্রবার সকালে এক্স বার্তায় তৃণমূল কংগ্রেসের অফিশিয়াল হ্যান্ডেলকে ট্যাগ তিনি লেখেন, দলের মুখপাত্র এবং রাজ্য সাধারণ সম্পাদকের পদ যেন আইপ্যাকের প্রতীক জৈনকে দেওয়া হয়।