তলিবানের উত্থানে অক্সিজেন পাচ্ছে জঙ্গিরা, কাশ্মীরে হামলার ছক লস্কর-হিজবুলের

তলিবানের উত্থানে অক্সিজেন পাচ্ছে জঙ্গিরা, কাশ্মীরে হামলার ছক লস্কর-হিজবুলের

নয়াদিল্লি: কাবুল কব্জা করে গোটা আফগানিস্তান দখল নিয়েছে তালিবান৷ ইতিমধ্যে আফগানিস্তানের মাটি ছেড়েছে মার্কিন সেনাও৷ শীঘ্রই কাবুলিওয়ালার দেশে প্রতিষ্ঠিত হবে জিহাদি সরকার৷ আর আফগানিস্তানে তালিবানের এই বাড়বাড়ন্তে নতুন করে উদ্দীপ্ত জঙ্গি সংগঠনগুলি৷ এমনকী তালিবানের শক্তিবৃদ্ধিতে নতুন করে কাশ্মীর দখলের স্বপ্ন দেখতে শুরু করেছে সন্ত্রাসবাদী সংগঠনগুলি৷ কাশ্মীরে বড়সড় হামলার ছকও কষতে শুরু করেছে তারা৷ 

আরও পড়ুন- নিম্নমুখী মৃত্যু, কোভিড আবহে কেরল-মহারাষ্ট্র মূল চিন্তা দেশের

ইতিমধ্যেই তালিবান সরকারকে সমর্থন করেছে পাকিস্তান৷ তালিবানের এই বাড়বাড়ন্তে হাত রয়েছে আইএসআই-এর৷ তালিবানের সক্রিয়তা বাড়তেই ভারত পাক সীমান্তে বাড়তে শুরু করেছে জঙ্গিমূলক কার্যকলাপ৷ গোয়েন্দা সূত্রে খবর গত ১৫ দিনে কম করে ১০বার কাঁটা তার পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করেছে পাক জঙ্গিরা। এলওসি’র ওপাড়ে পাক সেনার মদতে জড়ো হতে শুরু করেছে লস্কর-ই-তৈবা, জইশ-ই মহম্মদ, হিজবুল মজাহিদিনের জঙ্গিরা। পরিস্থিতি বিবেচনা করে জম্মু-কাশ্মীরে বড়সড় হামলার আশঙ্কা করছেন গোয়েন্দারা৷ জারি করা হয়েছে সতর্কতা৷ যে কোনও সময় গ্রেনেড হামলা বা ফিদায়েঁ হামলা হতে পারে বলে মনে করা হচ্ছে। সবার আগে জঙ্গিদের নিশানায় আসতে পারে হাই-সিকিউরিটি জোনগুলি।

আরও পড়ুন- শুধু কেরলেই সংক্রমণ ৩১ হাজার! দেশের চিন্তা বাড়াচ্ছে এই রাজ্য

ইতিমধ্যেই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে গোয়েন্দা রিপোর্টে৷ ওই রিপোর্টে বলা হয়েছে,  সম্ভবত ভারতে ঢুকে পড়েছে জইশ-ই-মহম্মদের ৫ জঙ্গি। রাতের অন্ধকারে পাক অধিকৃত কাশ্মীর দিয়ে পুঞ্চ জেলায় ঢুকে পড়েছে সশস্ত্র জঙ্গিরা৷ সোশ্যাল মিডিয়াতেও সমান ভাবে সক্রিয় রয়েছে জঙ্গিরা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বারবার উপত্যকার যুবকদের উস্কানোর চেষ্টা চালানো হচ্ছে৷ উস্কানিমূলক বার্তা দেওয়া হচ্ছে৷  হোয়াটসঅ্যাপের মাধ্যমে গ্রুপে গ্রুপে ছড়িয়ে দেওয়া হচ্ছে জেহাদি বার্তা। 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 3 =