কলকাতা: ফের শহরে লেখা হল এক নিষিদ্ধ প্রেমের উপাখ্যান! নিষিদ্ধ হলেও পরিপূর্ণতা পেয়েছে এই প্রেমকাহিনী। অনেক কাঁটা ভরা পথ পেরিয়ে অবশেষে এক হয়েছে মৌমিতা মজুমদার এবং মৌসুমী দত্তের চারহাত। সমাজের চোখরাঙানি বরাবরই ছিল৷ ছিল পাড়া-প্রতিবেশীর কটূক্তি, পরিবারের আপত্তি৷ কিন্তু, সেই সব বাধা কাটিয়েই সাত পাকে বাঁধা পড়ল এই সমকামী যুগল৷
মাস দুয়েক আগে কলকাতার বাসিন্দা মৌসুমীর সঙ্গে আলাপ হয়েছিল বনগাঁর মৌমিতার৷ পরিচয় হওয়ার দিন কয়েকের মধ্যেই পরস্পরের কাছাকাছি চলে আসেন তাঁরা৷ গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। হোয়াটসঅ্যাপে চ্যাট করতে করতেই কখন যেন গভীর হয়ে যায় সেই প্রেম। এর পরেই তাঁরা ঠিক করেন দু’জনে একসঙ্গে থাকবেন৷ কিন্তু বাড়িতে সমলিঙ্গ প্রেমের কথা জানাতেই সমস্যার শুরু৷ কারও পরিবারই এই সম্পর্ক মেনে নিতে চায়নি৷
এরপর রবিবার রাতে বাড়ি ছেড়ে কলকাতায় চলে আসেন মৌমিতা। শহরের এক মন্দিরে গিয়ে মা কালীকে সাক্ষী রেখে বিয়ে করেন তাঁরা৷ মৌসুমীর সিঁথিতে সিঁদুর পরিয়ে দেন মৌমিতা। তিনি সাফ বলেন, ‘আমি মৌসুমীকে ভালবাসি, আর ওকে ছাড়া বাঁচতে পারব না। জল ছাড়া যেমন গাছ বাঁচে না, আমি মৌসুমীকে ছাড়া বাঁচব না। আমি আমার পরিবারকে বলেছিলাম ওর কাছে যাব৷ কিন্তু ওঁরা তাতে রাজি হননি। তাই নিরুপায় হয়েই বাড়ি থেকে পালিয়ে এসেছি। এখন ওর পরিবার না মানলে আমরা দু’জন অন্য কোথাও গিয়ে বসবাস করব।’
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>