ফাইনালেই শেষ বিশ্বকাপ সফর, অবসরে যাচ্ছেন মেসি? জল্পনায় বিশ্ব

ফাইনালেই শেষ বিশ্বকাপ সফর, অবসরে যাচ্ছেন মেসি? জল্পনায় বিশ্ব

দোহা: বিশ্বকাপ শুরুর আগেই ইঙ্গিত দিয়েছিলেন৷ বলেছিলেন সম্ভবত এটাই তাঁর শেষ বিশ্বকাপ। মঙ্গলবার রাতে আর্জেন্টিনাকে ফাইনালে পৌঁছে দিয়ে লিয়োনেল মেসি সাফ জানিয়ে দিলেন, ১৮ ডিসেম্বর বিশ্বকাপের ফাইনালই তাঁর শেষ ম্যাচ। পরের বিশ্বকাপে আর দেখা যাবে না তাঁর পায়ের জাদু৷ সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে পরাজিত করে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। এর মধ্যে একটি গোল করেছেন মেসি। পাস বাড়িয়েছেন একটি।

আরও পড়ুন- চায়ের দোকানের কর্মী থেকে ফুটবল সম্রাট! কীভাবে বদলে গেল বস্তির ছেলে পেলেন জীবন?

মেসির বয়স এখন ৩৫ বছর। চার বছর পর যখন বিশ্বকাপ হবে, তখন মেসির বয়স হবে ৩৯৷ আর্জেন্টিনার কোচ লিয়োনেল স্কালোনি অবশ্য বলেছিলেন, পরের বিশ্বকাপেও খেলবেন মেসি৷ কিন্তু কাতার বিশ্বকাপের ফাইনালে পৌঁছে লিও নিজেই জানিয়ে দিলেন, এটাই তাঁর শেষ বিশ্বকাপ। মেসির মতো বড় মাপের ফুটবলারদের হামেশাই কড়া মার্কিংয়ে রাখেন বিপক্ষের ফুটবলাররা। বিপুল পরিমাণে মানসিক চাপ নিয়ে মাঠে নামতে হয় মেসিদের৷  বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই চাপ নেওয়াটা সত্যিই কঠিন হয়ে ওঠে। এ বারের বিশ্বকাপে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে অনেকটাই নিষ্প্রভ মনে হচ্ছিল৷ পরের বিশ্বকাপে খেললে মেসিকেও হয়তো তেমনটাই দেখাত। তেমনটা চাননি লিও৷ সেকারণেই এই বিশ্বকাপেই অভিযান শেষ করতে চাইছেন এমএস১০৷ তবে ক্লাব ফুটবলে এখনও জাদু দেখাবেন লিও৷ 

১৯৮৬ সালে শেষ বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। ৩৬ বছর পর সাদা-নীল জার্সিধারীদের সামনে ফের একবার বিশ্বকাপ জয়ের সুযোগ৷ এদিকে, সেই ফাইনাল ম্যাচই তাঁর বিশ্বকাপের শেষ ম্যাচ বলে জানিয়েদিলেন লিওনেল মেসি। দেশকে ফাইনালে পৌঁছনোর পর আর্জেন্টিনার তারকা ফুটবলার বলেন, “ফাইনালে উঠতে পেরে দারুণ লাগছে। ফাইনাল ম্যাট খেলেই আমার বিশ্বকাপ সফর শেষ হবে৷ পরের বিশ্বকাপে আর আমার পক্ষে খেলা সম্ভব হবে না। শেষটা এ ভাবেই করা ভাল।” মেসি এ কথা জানাতেই ফুটবল বিশ্বে তাঁর অবসরের জল্পনা শুরু হয়েছে। ক্লাবের হয়ে খেললেও দেশের জার্সিতে সম্ভবত মেসিকে আর দেখা যাবে না৷