দোহা: সৌদি আরবের কাছে লজ্জার হার আর্জেন্তিনার৷ সেই হার কিছুতেই মেনে নিতে পারছে না লিয়োনেল মেসিরা৷ এ ভাবে হারতে হবে তা বুঝি দুঃস্বপ্নেও ভাবতে পারেননি তারা৷ প্রথম ম্যাচেই ভয়ঙ্কর হার৷ সেই ধাক্কায় ভেঙে পড়েছে গোটা দল। থমথমে আর্জেন্টিনা শিবির৷ ফুটবলাদের নিজেদের মধ্যেও কোনও হচ্ছে না। একসঙ্গে খেতেও নামেননি তাঁরা। ম্যাচ শেষে বাসে ওঠার আগে সাংবাদিকদের উদ্দেশে মেসি বললেন, ‘‘আমরা মারা গিয়েছি।’’
আরও পড়ুন- সৌদির কাছে হেরে বিশ্বরেকর্ড হাতছাড়া মেসিদের, তবে আশার আলো আছে
আর্জেন্টিনার সংবাদপত্র ‘ক্ল্যারিন’-এর রিপোর্টে বলা হয়েছে, হারের পর মাঠ ছাড়ার সময় যখন আর্জেন্টিনার খেলোয়াররা স্টেডিয়ামের টানেল দিয়ে ঢুকছিলেন, তখন তাঁরা একে অপরের সঙ্গে কথাটুকুও বলেননি। লুসাইল স্টেডিয়ামের সাজঘরে প্রায় ১ ঘণ্টা চুপচাপ বসেছিলেন ফুটবলাররা। সেখানেও মেসি নীরব। বাসে ওঠার আগে সাংবাদিকদের সামনে মুখ খুললেন মেসি৷ তিনি বললেন, ‘‘আমরা মারা গিয়েছি। এটাই সত্যি। আমরা ভাবতেও পারিনি এ ভাবে হারতে হবে। তিন পয়েন্টের আশায় আমরা মাঠে নেমেছিলাম। সব কিছুর পিছনে একটা কারণ থাকে। সামনে যা আসবে, তার জন্য তৈরি থাকতে হবে। এর পর আমাদের জিততেই হবে। সবটাই আমাদের উপর নির্ভর করছে।’’
এদিন শিবিরে ফেরার পথে বাসের মধ্যে মুখ খোলেন মেসি৷ তিনি বলেন, ‘‘আমরা জানি আমাদের দলটা ভাবে তৈরি। সেটা আমাদের মাথায় রেখে আরও বেশি শক্তিশালী হয়ে উঠতে হবে। সামনের দিকে তাকিয়ে এগিয়ে যেতে হবে।’’
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>
