তাঁরা মাঠের রাজা, গোল দেন মাঠের বাইরেও, কাতারে চুটিয়ে প্রেম এই ফুটবল তারকাদের

তাঁরা মাঠের রাজা, গোল দেন মাঠের বাইরেও, কাতারে চুটিয়ে প্রেম এই ফুটবল তারকাদের

দোহা: তিনি ফুটবল সম্রাট। তিনি যেমন ফুটবল পায়ে মাঠে ঝড় তোলেন, তেমনই গোল দেন মাঠের বাইরেও। তাঁর পায়ের ভেলকি দেখতে মুখিয়ে থাকে গোটা ফুটবল বিশ্ব৷ এহেন লিওনেল মেসি কিন্তু আদ্যন্ত ‘পত্নীব্রতা’! 

আরও পড়ুন- দক্ষিণ কোরিয়াকে উড়িয়ে বিশ্বকাপের কোয়ার্টারে ব্রাজিল, মাঠে ফিরেই গোল করলেন নেইমার

কাতার বিশ্বকাপে শেষ আটে পৌঁছে গিয়েছে আর্জেন্টিনা৷ মাঠে কঠোর পরিশ্রমের পাশাপাশি এবার পরিবারকে সময় দেওয়ার পালা৷ কোয়ার্টার ফাইনালের ম্যাচ ৯ ডিসেম্বর। মাঝে এই কটা দিন স্ত্রী ও তিন সন্তানের সঙ্গে চুটিয়ে সময় উপভোগ করতে চান লিও। অন্যদিকে, এই মুহূর্তে কাতারে রয়েছে আরও এক ফুটবল কিংবদন্তী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পরিবারও৷ প্রতিটি ম্যাচেই দেখা গিয়েছে তাঁদের উজ্জ্বল উপস্থিতি৷    

মেসি পরিবার

খুব অল্প বয়সেই স্ত্রী আন্তোনেলা রোকুজোর সঙ্গে মোলাকাত হয়েছিল মেসির৷ এক কথায় আন্তোনেলা মেসির চাইল্ডহুড সুইটহার্ট। তিন সন্তানের বাবা-মা লিও-আন্তোর প্রেম কিন্তু বেশ জমজমাটি। কাতারে বিশ্বকাপের ফাঁকে স্ত্রীকে কোলে বসিয়ে ক্যামেরার সামনে পোজ দিলেন লিও। ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করে স্প্যানিশ ভাষায় লিখলেন, ‘‘আমি তোমাকে ভালোবাসি৷’’

messi

প্রতিটি ম্যাচেই গ্যালারিতে লিওর স্ত্রী ও তিন সন্তানের উজ্জ্বল উপস্থিতি। তাঁর তিন সন্তানের নাম থিয়াগো, মাতেও এবং সিরো। বিখ্যাত আর্জেন্টাইন পরিবার বারবার ধরা পড়েছে এক ফ্রেমে।

সম্প্রতি তিন সন্তান প্রসঙ্গে মেসি বলেছেন, ‘‘খেলা শুরু থেকে শেষ পর্যন্ত সন্তানদের কথা ভেবেছি। ওরা তো বড় হচ্ছে। ফুটবলটা বুঝতে শিখছে। সারাক্ষণ ফুটবলের সঙ্গেই বাস। আর্জেন্টিনার আর পাঁচটা মানুষের মতোই ওরাও ভীষণ উৎসাহী।’’

এদিকে, রোনাল্ডোর সঙ্গে কাতারে এসেছিল তাঁর পরিবারও৷ সম্ভবত এটাই ছিল রোনাল্ডোর শেষ বিশ্বকাপ৷ সেখানে দেখা যায় সঙ্গিনী জর্জিনা রড্রিগেজের উজ্জ্বল উপস্থিতি৷ তিনি শুধু সিআর৭-এর স্ত্রীই নন, ছায়া সঙ্গীও বটে৷ মাঠ হোক কিংবা মাঠের বাইরে, প্রতিটি প্রতিকূল পরিস্থিতিতে পাশে থাকেছেন জর্জিনা৷ সে কথা নিজের মুখে কবুল করেছেন রোনাল্ডো৷ পর্তুগালের এই তারকা ফুটবলার যখন বিশ্বকাপে নকআউটের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন, তখন দোহার সমুদ্র সৈকতে লাস্যময়ী রূপে ধরা দেন স্পেনীয় মডেল জর্জিনা। সবুজ রঙের বিকিনিতে উষ্ণতা ছড়ান তিনি।

জর্জিনা

তাঁর সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে বহুবার প্রেম এসেছে প্রাক্তন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের এই তারকার জীবনে৷ কিন্তু থিতু হতে পারেননি৷ শেষ পর্যন্ত জর্জিনাই বদলে দেয় সিআর৭-এর জীবন৷ দক্ষিণ কোরিয়ার কাছে পর্তুগালের অপ্রত্যাশিত হারের পর অবশ্য জর্জিনার কোনও প্রতিক্রিয়া মেলেনি৷ 

hart

ফুটবল মাঠে আরও এক পরিচিত মুখ হলেন ইংল্যান্ডের প্রাক্তন গোলরক্ষক জো হার্ট৷ ইংল্যান্ডের হয়ে জাতীয় দলে খেলেছেন বহু দিন৷ গড়েছে বহু সাফল্যের নজির৷ ক্লাব ফুটবলে খেলেছেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে৷ বর্তমানে তিনি সেল্টিকের তারকা৷ যখন তাঁর পুরনো সতীর্থরা কাতারে ঘাম ঝরাচ্ছেন, তখন তিনি পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন বার্বাডোজে৷ সমুদ্র সৈকতে স্ত্রী ও সন্তানের সঙ্গে দেখা গেল তাঁকে৷ ধবধবে সাদা বিকিনিতে বালুরাশির উত্তাপ বাড়ালেন স্ত্রী কিমবার্লিক৷ 

hart wife

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − twelve =