বড়দিনে পাপা রণবীরের কোলে চেপে ক্যামেরার সামনে ছোট্ট রাহা, দু’বছরের প্রতিজ্ঞাভঙ্গ রণলিয়ার

বড়দিনে পাপা রণবীরের কোলে চেপে ক্যামেরার সামনে ছোট্ট রাহা, দু’বছরের প্রতিজ্ঞাভঙ্গ রণলিয়ার

Little Raha in front of the camera

মুম্বই: ২০২২-এর এপ্রিল মাসে গাঁটছড়া বাঁধেন বলিউডের তারকা জুটি আলিয়া ভাট এবং রণবীর কাপুর। ওই বছরই নভেম্বর মাসে ‘রণলিয়া’র জীবেন আসে তাঁদের প্রথম সন্তান, রাহা৷ গত ৬ নভেম্বর ধুমধাম করে এক বছরের জন্মদিন পালিত হয় রণবীর-কন্যার। জন্মদিনে কেকের সঙ্গে ছোট্ট রাহার ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন আলিয়া। তারকা দম্পতি আগেই বলেছিলেন, দু’বছর বয়স না হলে তাঁরা মেয়ের মুখ দেখাবেন না তাঁরা। শেষমেশ নিজেরাই সেই প্রতিজ্ঞা ভাঙলেন রণলিয়া। বড়দিনেই মেয়েকে সকলের সামনে নিয়ে এলেন রণবীর ও আলিয়া৷ মা-বাবার কোলে চড়ে ফোকাস কাড়লেন ছোট্ট রাহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 4 =