সকাল ৯টা পর্যন্ত রাজ্যের চার কেন্দ্রে ভোটের হার পড়ল প্রায় ১৬ শতাংশ, এগিয়ে জঙ্গিপুর

সকাল ৯টা পর্যন্ত রাজ্যের চার কেন্দ্রে ভোটের হার পড়ল প্রায় ১৬ শতাংশ, এগিয়ে জঙ্গিপুর

9156bdf73e43ade911f2d52d70f94b89

কলকাতা: পশ্চিমবঙ্গের চার কেন্দ্র-সহ দেশের মোট ৯৩টি আসনে তৃতীয় দফায় ভোটগ্রহণ চলছে মঙ্গলবার। কমিশন জানিয়েছে, সকাল ৯টা পর্যন্ত গোটা দেশে সামগ্রিক ভোটদানের হারে ১০.৫ শতাংশ। সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ৷ রাজ্যের চার লোকসভা কেন্দ্রে সকাল ৯টা পর্যন্ত ভোটদানের হার বেশ ভালোই৷ নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী, সকাল ৭টায় ভোট শুরু হওয়ার পর প্রথম দু’ঘণ্টায় চার কেন্দ্রে সামগ্রিক ভাবে ভোটের হার  ১৫.৮৫ শতাংশ৷ 

সকাল ৯টা পর্যন্ত সবচেয়ে বেশি ভোট পড়েছে মুর্শিদাবাদ জেলার অন্তর্গত জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে। প্রথম দু’ঘণ্টায় সেখানে ভোটের হার ১৬.৯৫ শতাংশ৷ দ্বিতীয় স্থানে রয়েছে মালদহ দক্ষিণ কেন্দ্র। প্রথম দু’ ঘণ্টায় সেখানে ভোটের হার ১৬.৩ শতাংশ। পাশাপাশি মালদহ উত্তর কেন্দ্রে ১৫.৩৩ শতাংশ এবং মুর্শিদাবাদ কেন্দ্রে ভোট পড়েছে ১৪.৮৭ শতাংশ। 

ad 728x90 1

ad 728x90 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *