বাদশার ব়্যাপে হার্দিকের সঙ্গে নাচ ধোনির, ভাইরাল হল ভিডিয়ো

বাদশার ব়্যাপে হার্দিকের সঙ্গে নাচ ধোনির, ভাইরাল হল ভিডিয়ো

নয়াদিল্লি: বহু ক্রিকেট প্রেমীর কাছেই তিনি আইডল৷ ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে ভক্তদের আবেগ এক অন্য স্রোতেই বয়। তিনি ক্যাপ্টেন কুল৷ ঠাণ্ডা মাথায় কী ভাবে ম্যাচ বার করতে হয়, তা মাহির চেয়ে আর কেই বা ভালো জানে৷ তাঁকে নিয়ে অনেকের মনেই অনেক ধারণা৷ অনেকেই ভাবেন শান্ত স্বভাবের ধোনির হয়তো পার্টি না-পসন্দ৷ আইপিএল শুরু হওয়ার পর মধ্য রাতের পার্টি ছিল সাধারণ বিষয়৷ তবে ধোনিকে কখনই সেই সব পার্টিতে দেখা যায়নি। কিন্তু সেই ধোনিকেই এবার দেখা গেল অন্য মেজাজে৷ দুবাইতে হার্দিক পান্ডিয়া এবং ক্রুণাল পান্ডিয়ার সঙ্গে পার্টি করলেন চুটিয়ে৷  ধোনির সঙ্গে ওই পার্টিতে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী সাক্ষীও৷ 

আরও পড়ুন- VIDEO: ১ ওভার, ৭ ছয়! অবিশ্বাস্য নজির এই ভারতীয় ব্যাটারের

সাক্ষী তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিয়ো শেয়ার করেছেন। যেখানে ধোনি, হার্দিক ও ক্রুণালকে এক সঙ্গে র্যা পার বাদশার ‘কালা চশমা’ গানে নাচতে দেখা গিয়েছে। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ ওই পার্টিতে ধোনি ডিজেও হয়েছিলেন। সেই ভিডিয়ো শেয়ারও করেছেন স্ত্রী সাক্ষী। 

 

ভাইরাল হওয়া ওই ভিডিয়োটিতে বলিউডের বিখ্যাত র্যা পার বাদশাকে ‘কালা চশমা’ গানে র্যা়প করতে দেখা গিয়েছে। একইসঙ্গে হার্দিক পান্ডিয়া এবং মহেন্দ্র সিং ধোনিকে সেই গানের তালে নাচতে দেখা গিয়েছে। এই ভিডিয়োটি দুবাইয়ের জন্মদিনের পার্টির৷ যেখানে ধোনিকে দেখা গিয়েছে সম্পূর্ণ অন্য মেজাজে৷ যা দেখে বেশ আপ্লুত তাঁর ভক্তরা৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × four =