নয়াদিল্লি: মঙ্গলবার দেশের ৯৩টি কেন্দ্রে হচ্ছে তৃতীয় দফার ভোট গ্রহণ। সকাল থেকেই নানা অভিযোগ আসছে৷ বোমাবাজি থেকে, ইভিএম খারাপ, ভুয়ো এজেন্ট৷ বোমাবাজি এবং হাতাহাতির ঘটনা তো আছেই। বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকেই উত্তপ্ত মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র। এই আবহে শিরোনামে মালদ৷ ভোট বয়কট করে অনশন শুরু হয়েছে সেখানে। স্থানীয় মহিলাদের দাবি, এখানে কোনও উন্নয়ন হয়নি। তাই তাঁরা ভোট দেবেন না৷ উল্টে অনশন শুরু করেন গ্রামের মহিলারা৷ যতক্ষণ ভোট চলবে ততক্ষণই তাঁরা অনশন চালিয়ে যাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন৷ বুথে ভোট কর্মীরা রয়েছেন, বাইরে পাহারা দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ৷ কিন্তু এলাকার কেউ ভোট দেবেন না তাঁরা৷
হাতে প্ল্যাকার্ড নিয়ে রাস্তার মাঝেই অনশনে বসেছেন গ্রামের মহিলারা। হবিবপুর ব্লকের মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের ১২২ নম্বর বুথের ঘটনা৷ উন্নয়ন না হওয়ায় ভোট দেবেন না ১৩৮১ জন ভোটার৷ এই ঘটনায় শোরগোল পড়েছে৷