কলকাতা: সম্প্রতি স্পেন ও দুবাইয়ে বাণিজ্য সফর সেরে কলকাতায় ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ১১ দিনের সফর শেষে শনিবার রাজ্যে ফেরেন মুখ্যমন্ত্রী৷ কিন্তু ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের এসএসকেএম-এ ছুটলেন তিনি৷ প্রথমে জানা গিয়েছিল, স্বাস্থ্য পরীক্ষা করাতে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে মেডিক্যাল বুলেটিনে জানা যায়, পুরনো চোটের জায়গাতেই আবার চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী৷
মাস তিনেক আগেই বাঁ পায়ের হাঁটুতে চোট লেগেছিল তাঁর। হেলিকপ্টার থেকে নামতে গিয়ে কোমরের জয়েন্টে ও হাঁটুর লিগামেন্টে চোট পেয়েছিলেন তিনি৷ বিদেশ সফরে গিয়ে বাম হাঁটুতেই ফের চোট লেগেছে৷ বাম হাঁটু ফোলা ও ব্যথা রয়েছে৷ আগামী ১০ দিন তাঁকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন এসএসকেএম-এর চিকিৎসকরা। রবিবার প্রায় ৩ ঘণ্টা ধরে হাসপাতালে একাধিক পরীক্ষা করা হয়েছে৷ এমআরআই-সহ অন্যান্য প্রয়োজনীয় পরীক্ষার প্রাথমিক রিপোর্ট দেখেই চিকিৎসকদের আপাতত ১০ দিন বিশ্রামে থাকতে বলেছেন৷ পরে অস্ত্রোপচার নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে৷
উত্তরবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের সভা সেরে ফেরার সময় কপ্টারের এমার্জেন্সি ল্যান্ডিং করতে হয়৷ সেই সময়ে পায়ে চোট পান মুখ্যমন্ত্রী৷ এসএসকেএমের চিকিৎসকরা তাঁকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিলেও, তিনি বাড়িতে থেকেই চিকিৎসা করাতে চান। বাড়িতেই চলে ফিজিওথেরাপি। খানিকটা সুস্থ হয়ে ফের কাজে নামলেও পুরনো চোট ছেড়ে যায়নি।
সম্প্রতি স্পেন সফরে গিয়েও সামান্য চোট পেয়েছিলেন মমতা, তাও আবার বাঁ পায়েই। রবিবার উডবার্ন ব্লকের সাড়ে ১২ নং কেবিনে প্রায় তিনঘণ্টা ধরে নানা পরীক্ষা চলে। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন মুখ্যসচিব, স্বাস্থ্যসচিব ও অন্যান্য স্বাস্থ্যকর্তারা। এদিন সাড়ে ৭টা নাগাদ মুখ্যমন্ত্রী এসএসকেএম থেকে বেরনোর সময় দেখা যায়, গাড়িতে উঠতেও কষ্ট হচ্ছিল তাঁর। সবাই মিলে গাড়িতে উঠতে সাহায্য করেন তাঁকে। ১০ দিন পর শারীরিক পরিস্থিতি বুঝে অপারেশন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।