নিয়োগ মামলায় হাজিরা দেওয়ার জন্য বাড়ি গিয়ে অভিষেককে ‘হুমকি’ দিয়েছিল CBI , দাবি মমতার

নিয়োগ মামলায় হাজিরা দেওয়ার জন্য বাড়ি গিয়ে অভিষেককে ‘হুমকি’ দিয়েছিল CBI , দাবি মমতার

5f5562b8824af9bc836385bb8b4766f8

কলকাতা: নিয়োগ মামলায় হাজিরা দেওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হুমকি দিয়েছিল সিবিআই৷ এমনই অভিযোগ করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নে দিল্লি ও পঞ্জাবের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল এবং ভগবন্ত সিং মানকে সঙ্গে নিয়ে তিনি বলেন, ‘‘দলীয় কর্মসূচিতে বাঁকুড়ায় ছিল অভিষেক। তাঁর বাড়ি গিয়ে রীতিমতো শাসানো হয়৷ বলা হয়, না এলে দেখিয়ে দেব!’’

যদিও মুখ্যমন্ত্রীর অভিযোগ নস্যাৎ করে পাল্টা তোপ দেগেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তাঁর কথায়, ‘‘রাজীব কুমারের বাড়িতে যখন সিবিআই গিয়েছিল, তখন তো উনি রাস্তায় বসে পড়েছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গিয়ে সিবিআই হুমকি দিয়ে এল, আর উনি গেলেন না! মিথ্যে কথা বলাটা ওঁর অভ্যাস।’’

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আচরণ নিয়ে তৃণমূল কংগ্রেসের মতোই কেন্দ্রের সঙ্গে বিরোধ রয়েছে আম আদমি পার্টির৷ এ দিন একযোগে দুই দলের তরফে নিশানা করা হয় কেন্দ্রের শাসকদল বিজেপিকে। কেন্দ্রের ‘অত্যাচার’-এর উদাহরণ তুলে ধরতেই অভিষেককে হুমকি দেওয়ার অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, ‘‘ওরা  কি আমাদের বাঁধা মজুর, চাকর-বাকর ভাবে!’’ মমতার কথায়, ‘‘দিল্লির সরকার আদতে বাই দ্য বুলডোজার, অব দ্য বুলডোজার, ফর দ্য বুলডোজার!’’