দর্শকাসনেই বসতে চেয়েছিলেন অরিজিৎ, মমতার অনুরোধে উঠলেন মঞ্চে

দর্শকাসনেই বসতে চেয়েছিলেন অরিজিৎ, মমতার অনুরোধে উঠলেন মঞ্চে

 কলকাতা: তিনি এক কথায় মাটির মানুষ৷ খ্যাতির শিখরে পৌঁছেও ছিন্ন হয়নি মাটির সঙ্গে তাঁর বন্ধন৷ আজও সাদামাটা ভারতের অন্যতম সেরা গায়ক অরিজিৎ সিং। মাটির কাছাকাছি থাকাটাই পছন্দ তাঁরা৷ প্রকাশ্যে নয় বরং পর্দার আড়ালে থাকতেই পছন্দ করেন গায়ক৷ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এসেও নিজেকে গুটিয়েই রাখলেন তিনি৷ 

আরও পড়ুন- প্রদীপ জ্বালিয়ে কলকাতা চলচ্চিত্র উৎসবের সূচনা করলেন অমিতাভ, মঞ্চে বসল চাঁদের হাট

এবারে কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চে অতিথি তালিকায় ছিলেন মুর্শিদাবাদের ভূমিপুত্র৷ মুম্বই ইন্ডাস্ট্রিতে রাজ করা এই গায়ক এক কথায় অমায়িক৷ গানের পাশাপাশি তাঁর সরলতা মন জয় করেছে অগণিত মানুষের৷ এদিন চলচ্চিত্র উৎসবের অন্যতম আকর্ষণ হয়েও দর্শকাসনেই থাকতে চেয়েছিলেন সুর সম্রাট অরিজিৎ। এদিন সঞ্চালক জুন মালিয়া ও সাহেব তাঁর নাম ঘোষণা করতেই বুম্বাদা, মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের হাত ধরে নেতাজি ইনডোরের মূল মঞ্চে পা রাখেন গায়ক। সকলের সঙ্গে উষ্ণ সম্ভাষণ সারেন। বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিককে দেখে তাঁর পায়ে হাত দিয়ে প্রণামও করেন। সকলের সঙ্গে কথা বলে দর্শকাসনের দিকেই এগিয়ে যাচ্ছিলেন তিনি। এমন সময় তাঁকে ডাক দেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীকে প্রণাম করে কিছু বলতে শোনা যায় তাঁকে। এর পরেই মুখ্যমন্ত্রী সোজা প্রসেনজিতকে বলেন, ওঁকে মঞ্চে নিয়ে এস। প্রসেনজিৎ অরিজিতকে মঞ্চে নিয়ে আসেন। শিল্পীকে স্বাগত জানান রাজ চক্রবর্তীও। মঞ্চে তখন চাঁদের হাট৷ বিগ বি থেকে কিং খান, রানি মুখোপাধ্যায়, দেব৷ উপস্থিত রাজ্যপাল সিভি আনন্দ, বাংলার দাদা সৌরভ৷ এর মধ্যে লাজুক মুখে পিছনের সারিতে গিয়ে বসেন অরিজিৎ৷