কপ্টার-দুর্যোগে চোটের জের, বৃহস্পতিবার ইদের নমাজে যোগ দিতে পারলেন না মমতা

কপ্টার-দুর্যোগে চোটের জের, বৃহস্পতিবার ইদের নমাজে যোগ দিতে পারলেন না মমতা

কলকাতা: জলপাইগুড়িতে জনসভা সেরে আকাশ পথে বাগডোগরা যাওয়ার সময় প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার৷ শিলিগুড়ির অদূরে সেবক এয়ারবেসে জরুরি অবতরণ করে তাঁর কপ্টার৷ এয়ারবেসে পৌঁছে কপ্টার থেকে নামতে গিয়ে পায়ে ও কোমরে চোট পান মমতা। বাঁ হাঁটুর লিগামেন্ট এবং বাঁ দিকের হিপ জয়েন্টের লিগামেন্টেও চোট লেগেছে তাঁর৷ সেই চোটের কারণেই বৃহস্পতিবার সকালে ইদের নমাজে উপস্থিত থাকতে পারলেন না মমতা। তবে প্রশাসনের নজরদারিতে রেড রোডে সুষ্ঠু ভাবেই সম্পন্ন হয় ইদের নমাজ। 

অসুস্থ শরীরে মুখ্যমন্ত্রী ইদের নমাজে উপস্থিত থাকতে পারবেন কিনা তা নিয়ে সংশয় ছিল। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা নাগাদ কলকাতার বড় মসজিদ এবং নাখোদা মসজিদে, সকাল ৭টা নাগাদ টিপু সুলতান মসজিদে এবং সকাল সাড়ে ৮টায় রেড রোডের নমাজে অংশ নেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু, চোটের কারণে আজ সকালে নমাজে অংশ নিতে পারলেন না  মমতা৷ নমাজে অংশ নিতে না পারলেও, বৃহস্পতিবার সকালে মুসলিম ভাই-বোনেদের উদ্দেশে ফেসবুক পেজে সকলকে ইদ-উল-আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ফেসবুকে শুভেচ্ছাবার্তা দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

মঙ্গলবার জলপাইগুড়ি থেকে কলকাতায় ফেরার পরই মুখ্যমন্ত্রীকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। এমআরআই-সব অন্যান্য পরীক্ষার পর দেখা যায়, তাঁর পায়ের লিগামেন্টে চোট লেগেছে। আঘাত রয়েছে কোমরেও। চিকিৎসকেরা তাঁকে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু, তিনি রাজি হননি৷ বরং রাতেই কালীঘাটের বাড়িতে ফিরে যান। চিকিৎসকদের পরমার্শ মেনে বাড়িতেই বিশ্রাম করবেন মুখ্যমন্ত্রী। বুধবার সন্ধ্যায় নবান্নের তরফে মমতার স্বাস্থ্য সংক্রামন্ত বুলেটিনে  জানানো হয়, মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলেও এখনও ব্যথা রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 5 =