দুর্গাপুজোর কার্নিভালে গানের তালে আদিবাসী শিল্পীদের সঙ্গে নাচলেন মমতা

দুর্গাপুজোর কার্নিভালে গানের তালে আদিবাসী শিল্পীদের সঙ্গে নাচলেন মমতা

কলকাতা: দুর্গাপুজোর কার্নিভালে আদিবাসী রমণীদের সঙ্গে গানের তালে তালে পা মেলালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার রেড রোডে দুর্গাপুজোর কার্নিভালে অংশ নেওয়া উত্তর কলকাতার রামমোহন সম্মিলনীর থিম ছিল জঙ্গলমহল৷ থিমের নাম দিয়েছিল জঙ্গলকন্যা। থিম জঙ্গলকন্যায় অংশ নিয়েছিলেন ঝাড়গ্রাম থেকে আসা আদিবাসী মহিলা শিল্পীরা। তাঁদের নেতৃত্বে ছিলেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা। সেখানেই আদিবাসী শিল্পীদের সঙ্গে নাচে অংশ নেন মমতা।

আরও পড়ুন- বাবা ফিরেছে! পুজো শেষে ঢাক বাজিয়ে ঘরে ফিরতেই আনন্দে বিহ্বল কচিকাঁচার দল

স্বয়ং মুখ্যমন্ত্রী তাঁদের এই উপস্থাপনাকে স্বীকৃতি দেওয়া দারুণ খুশি রামমোহন সম্মিলনীর পুজো কমিটির কর্মকর্তারা। উল্লেখ্য, এই পুজোর অন্যতম উদ্যোক্তা তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ৷ এদিন সন্ধ্যার দিকে মুখ্যমন্ত্রীর মঞ্চের কাছে এসে পৌঁছয় রামমোহন সম্মিলনীর প্রতিমা ও তাঁদের সঙ্গে থাকা ঝাড়গ্রামের শিল্পীরা। তাঁরা যখন গানের সঙ্গে সঙ্গে নৃত্য পরিবেশন করছিলেন, তখন তাঁদের দেখে মঞ্চ থেকে নেমে আসেন মমতা। মুখ্যমন্ত্রীকে সামনে দেখেই নাচের গতি কিছুটা কমিয়ে দেন ঝাড়গ্রামের নৃত্যশিল্পীরা। এর পর তাঁদের সঙ্গে নাচে সামিল হয়ে যান মমতা৷ বলা ভালো মধ্যমণি হয়ে ওঠেন তিনিই। আদিবাসী নৃত্যশিল্পীদের হাত ধরে তাঁদের সঙ্গে তালে তাল মিলিয়ে নাচতে শুরু করেন৷ 

মুখ্যমন্ত্রীকে নাচতে দেখে আদিবাসীদের সঙ্গে ওই নৃত্যে যোগ দেন গায়িকা তথা বিধায়ক অদিতি মুন্সী, অভিনেত্রী বিধায়ক জুন মালিয়া-সহ উপস্থিত সকল অভিনেত্রীরা। কিছু ক্ষণ আদিবাসী শিল্পীদের সঙ্গে নাচের তালে তাল মিলিয়ে ফের মঞ্চে ফিরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।