‘আদার ব্যাপারীরা দেশ চালাচ্ছে, টিমটিম করছে সরকার’, ত্রিপুরা থেকে নিশানা মমতার

‘আদার ব্যাপারীরা দেশ চালাচ্ছে, টিমটিম করছে সরকার’, ত্রিপুরা থেকে নিশানা মমতার

আগরতলা: দু’দিনের ত্রিপুরা সফরে গিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মঙ্গলবার ত্রিপুরার সভা থেকে নাম না করে আদানি ইস্যুতে সরব হলেন দলনেত্রী৷ 

আরও পড়ুন- তৃণমূলকে শেষ করার চেষ্টা হয়েছে! ত্রিপুরা থেকে তোপ মমতার

এদিকে, আজ আদানি ইস্যুতে উত্তাল সংসদ৷ রণংদেহি মূর্তিতে হাজির হয়েছে কংগ্রেস। যুগ্ম সংসদীয় কমিটি গড়ে আদানি কাণ্ডের তদন্ত দাব করেছেন মল্লিকার্জুন খাড়্গে, অধীর চৌধুরীরা। কিন্তু, আদানিকে নিয়ে নিরব তৃণমূল কংগ্রেস৷ তাঁজের দাবি, সংসদ স্তব্ধ না করে আলোচনা করা হোক। এ হেন পরিস্থিতিতে তৃণমূলের বিরুদ্ধে ‘বোঝাপড়া’র অভিযোগ তুলে সোচ্চার হয়েছেন অধীররা৷ এমন সময় মঙ্গলবার ত্রিপুরার নির্বাচনী সভা থেকে আদানিদের নাম না করে তীব্র আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ 

আগরতলার সভা থেকে মমতা বলেন, ‘‘আদার ব্যাপারীরা আজকে দেশ কন্ট্রোল করছে! চারদিন আগেই তো সরকার পড়ে যাচ্ছিল। এখন টিমটিম করে জ্বলছে। যেদিন এলআইসি টিমটিম করে নিভে যাবে, স্টেট ব্যাঙ্কে যে টাকা রেখেছেন তা যখন ডুবে যাবে, তখন কি টাকা ফেরত পাবেন?’’

আদানিদের নাম উল্লেখ না করলেও ‘আদার ব্যাপারী’ বলেই যা বোঝানোর তা বুঝিয়ে দিয়েছেন মমতা৷ তেমনটাই রাজনৈতিক মহলের অভিমত৷ তবে তৃণমূলের এক সাংসদ এদিন বলেন, এই আদার ব্যাপারীর কাছে জাহাজের খবরও থাকে। তাকণ, তাঁর বন্দরের ব্যবসা রয়েছে। এদিন তোপ দেগে মমতা আরও বলেন, ‘বলেছিল নোটবন্দি করে কালো টাকা ফেরত আনবে? এনেছে? ওই টাকা ওদের পার্টিতে ঢুকে গেছে।’

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট পেশের পরের দিনই বীরভূমের সভা থেকে মমতা দাবি করেছিলেন, সরকার পড়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে৷ তাঁর দাবি, একে, ওকে ফোন করে টাকা চাওয়া হয়েছিল। তারপর সরকার টেকে। এদিন মমতা আরও একবার সেই দাবি করেন৷ তিনি বলেন, এখন টিমটিম করে জ্বলছে।