কলকাতা: সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদের সাগরদিঘিতে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি প্রয়াত হয়েছেন সাগরদিঘির বিধায়ক তথা রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যানপালন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী সুব্রত সাহা। এই আসনটি আপাতত ফাঁকা পড়ে রয়েছে৷ সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফর আলাদা মাত্রা পেয়েছে৷ এদিন মঞ্চ থেকে সুর তড়িয়ে মমতা বলেন, বাংলাকে ভাতে মারার চেষ্টা করা হচ্ছে। সাগরদীঘির সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে কেন্দ্রের বিরুদ্ধে তীব্র বিষোদ্গার করেন তিনি। সই সঙ্গে প্রয়াত বিধায়ক সুব্রত সাহার প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন।
বাংলাকে ভাতে মারার চেষ্টা করছে কেন্দ্র, এই রাজত্ব চলবে না, সরব মমতা
বাংলাকে ভাতে মারার চেষ্টা করছে কেন্দ্র, এই রাজত্ব চলবে না, সরব মমতা