কলকাতা: এক সময় সিঙ্গুরে তাঁর জমি রক্ষার লড়াই তৎকালীন বাম সরকারকে পিছু হঠতে বাধ্য করেছিল৷ সেই সিঙ্গুরে দাঁড়িয়েই এবার বিজেপি’কে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আর্থিক বঞ্চনা ও মূল্যবৃদ্ধির অভিযোগ এনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করলেন ‘নন্দলাল’ বলে৷ দ্বিজেন্দ্রলাল রায়ের ‘নন্দলাল’ কবিতার অনুকরণে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ওহে নন্দলাল, ১১৪৯ টাকায় ফুটছে বিনা পয়সার চাল। ওহে নন্দলাল বাহবা, বাহবা, বাহবা। বাহবা নন্দলাল।’’
আরও পড়ুন- বাবা কার নামে কিনবে তা কুণাল ঘোষের বাবা ঠিক করবে না! আক্রমণে শতরূপ
এদিন নন্দনাল শব্দ বন্ধকেই বিদ্রুপের হাতিয়ার করেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, ‘আমার বন্ধু সরকারকে বলতে চাই। বন্ধু মানে জানেন তো! শত্রু তো আর বলতে পারি না। খারাপ শোনায়। এটা সৌজন্য। মা বোনেরা শুনুন, ওদের বলবেন, বাহবা নন্দলাল/ ১১৪৯ টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল।’
প্রসঙ্গত, রাজ্য সরকার এখনও রেশনে বিনা পয়সায় চাল দিচ্ছে৷ মুখ্যমন্ত্রী কথার অর্থ হল, তাঁর সরকার সাধারণ মানুষকে বিনা পয়সায় চাল দিচ্ছে৷ অথচ সেই চাল ফোটানোর জন্য কেন্দ্রীয় সরকারের থেকে গ্যাস কিনতে হচ্ছে ১১৪৯ টাকা দিয়ে।
যে ভাবে লাফিয়ে লাফিয়ে রান্নার গ্যাসের দাম বেড়ে চলেছে, তাতে নিম্নবিত্তের নাভিশ্বাক উঠছে। গ্রামীণ এলাকায় বহু পরিবার তো নতুন করে উনুন ব্যবহারের রীতি চালু করেছে বলেও একাধিক সমীক্ষায় উঠে এসেছে৷ ২০১৪ সালে নরেন্দ্র মোদী যখন দিল্লির মসনদে আসেন, তখন এলপিজি সিলিন্ডারের দাম ছিল ৪৪০ টাকা। এখন সেটাই বেড়ে হয়েছে সাড়ে ১১০০ টাকা৷ কিছু রাজ্যে আবার ১৩০০ টাকা ছাড়িয়ে গিয়েছে। সিঙ্গুরের রতনপুরের সভায় উপস্থিত প্রচুর মহিলার সামনে হেঁসেল যন্ত্রণার কথাই তুলে ধরেন মমতা৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>