কলকাতা: কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে বুধবার থেকে ধর্নায় বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মঙ্গলবার আন্দোলনের ভূমি সিঙ্গুরের রতনপুর থেকেই কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন তিনি৷ আজ থেকে বসছেন ধর্নায়। বুধবার দুপুরে রেড রোডে অম্বেদকর মূর্তির সামনে দু’দিনের ধর্না কর্মসূচিতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। গত সপ্তাহেই এই বিষয়ে সূচিত করেছিলেন তিনি৷ বলেছিলেন, ‘‘রাস্তা, আবাসন-সহ ১০০ দিনের কাজের টাকা কেন্দ্র আটকে রেখেছে। আগামী ২৯ তারিখ কলকাতায় রেড রোডের পাশে আম্বেদকর মূর্তির সামনে ধরনায় বসব।’’
আরও পড়ুন- ভুল হয়ে গিয়েছে! সিঙ্গুরে দাঁড়িয়ে কোন সিদ্ধান্ত নিয়ে বললেন মুখ্যমন্ত্রী
অন্যদিকে, বুধবারই শহিদ মিনারে তৃণমূল ছাত্র যুব সংগঠনের সভায় বক্তৃতা দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেও সভা মঞ্চ তৈরির প্রস্তুতি৷ মঙ্গলবার দিনরাত ধরে মঞ্চ তৈরির কাজ চলেছে। দায়িত্ব ছিল পূর্ত দফতরের উপরে৷ এদিকে, দলনেত্রীর ধর্না মঞ্চ তৈরির কাজ কেমন চলছে তা নিজে এসে দেখে গিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। দুপুরের দিকে এসেছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। রেড রোডের ধারে মূল ধর্নামঞ্চ ছাড়াও মঞ্চের সামনে ও পিছনের দিকে দু’টি অস্থায়ী ছাউনি তৈরি করা হয়েছে। মঞ্চ নির্মাণের দায়িত্বে থাকা এক আধিকারিকের কথায়, বুধবার বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ধর্নায় অংশ নিতে আসা দলীয় প্রতিনিধিরা যাতে বৃষ্টির জন্য সমস্যায় না পড়েন, সে কথা মাথায় রেখেই দু’টি অস্থায়ী ছাউনি বানানো হয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগের সুরে বলেছেন, ‘‘এবারেও বাজেটেও ১০০ দিনের কাজের টাকা দেয়নি কেন্দ্র। আবাসন-রাস্তার টাকা বাকি। ১২ হাজার নতুন রাস্তা আমরা করছি। নিজেদের টাকা দিয়ে করছি। আমরা রাস্তা বাবদ, ১০০ দিনের কাজ এবং আবাসনের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা পাই।’’ তিনি আরও বলেন, ‘‘কিছু না থাকলেও সিবিআই, ইডি চলে আসছে। মনে হচ্ছে সিবিআই-এর ডিরেক্টর বিজেপির প্রেসিডেন্ট। আর ইডিরও প্রেসিডেন্ট হয়ে গিয়েছে ওরা। এভাবেই দেশ চলছে! ১০০ দিনের কাজ গরিব মানুষের কাজ। আমি চিরদিন গরিব মানুষদের জন্য লড়াই করেছি।’’
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>
