কলকাতা: আগামী ডিসেম্বর মাসে উত্তরবঙ্গ সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনের তরফে এখনও এ বিষয়ে কোনও ঘোষণা করা হয়নি। তবে বিভিন্ন সূত্রে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর প্রসঙ্গে খবর মিলেছে৷ শুরু হয়েছে প্রস্তুতি৷
বছর ঘুরলেই চব্বিশের লোকসভা নির্বাচন। তার আগে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরকে তাৎপর্যপূর্ণ বলেই দেখছে রাজনৈতিক মহল। প্রশাসনিক সূত্রে খবর, উত্তরবঙ্গ সফরে গেলে বিভিন্ন প্রশাসনিক কাজকর্মের পাশাপাশি ব্যক্তিগত কাজে তিনি উত্তরবঙ্গে যেতে পারেন।