চোট নিয়েই প্রচারে ফিরছেন তৃণমূল সুপ্রিমো! সোমবার বীরভূমের সভায় বক্তৃতা দেবেন মমতা

চোট নিয়েই প্রচারে ফিরছেন তৃণমূল সুপ্রিমো! সোমবার বীরভূমের সভায় বক্তৃতা দেবেন মমতা

 কলকাতা: হেলিকপ্টার দুর্ঘটনায় চোট পেয়েছিলেন তিনি৷ চিকিৎসকরা তাঁকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছিলেন৷ কিন্তু তিনি রাজি না হওয়ায় বাড়িতেই শুরু হয় চিকিৎসা৷ এর পর থেকে আর প্রচারে যেতে পারেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তবে এবার ফের ময়দানে ফিরছেন নেত্রী৷ 

সোমবার থেকেই পঞ্চায়েত নির্বাচনের প্রচারে নেমে পড়বেন তৃণমূল সুপ্রিমো। তবে ভার্চুয়ালি। এখনও শারীরিকভাবে সম্পূর্ণভাবে সুস্থ না হওয়ায় পথে নেমে সভা করা সম্ভব হবে না৷ তেমনটাই দলীয় সূত্রে খবর। আগামী সোমবার, অর্থাৎ ৩ জুলাই বীরভূমে পঞ্চায়েত নির্বাচনের প্রচারে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু সম্পূর্ণ সুস্থ না হওয়ার আপাতত সশরীরে বীরভূম সফরে যেতে পারবেন না তিনি৷ বদলে ভার্চুয়ালি জনসাধারণের কাছে বার্তা পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন মমতা। মন্ত্রী ফিরহাদ হাকিম এই প্রচার সভার দায়িত্বে রয়েছেন বলে জানা গিয়েছে। পঞ্চায়েত ভোটের আগে দলের নীচুতলার কর্মীরা তাঁর বক্তব্য শোনার অপেক্ষায়৷ দলনেত্রী কী ভোকাল টনিক দেন, তা শোনার অপেক্ষায় রয়েছেন। দলনেত্রী হিসেবে তাঁর একটা বার্তা যে ঘাসফুল শিবিরে মনোবল শতগুণে বাড়িয়ে দিতে পারে,তা আর বলার অপেক্ষা রাখে না। সে কারণেই এবার ভার্চুয়ালি নির্বাচনী প্রচার  শুরু করছেন তৃণমূল সুপ্রিমো। 

পঞ্চায়েত ভোটের আগে রাজ্যের বেশ কিছু জায়গায় প্রচার করার কথা ছিল মমতা। শুরুও করে দিয়েছিলেন উত্তরবঙ্গ থেকে। কোচবিহার হয়ে জলপাইগুড়িতে প্রতার সেরে ফেরার পথেই দুর্ঘটনার সম্মুখীন হন তিনি। প্রাকৃতিক দুর্যোগের কবলে পরে জরুরি অবতরণ করে তাঁর হেলিকপ্টার৷ সেবক এয়ারবেসে নামেন তিনি। অবতরণের সময় ঝাঁকুনির কারণে চোট পান মুখ্যমন্ত্রী। কলকাতায় পৌঁছনোর পরই তাঁকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম-এ৷ পরীক্ষার পর জানা যায়, বাঁ পায়ের হাঁটু ও হিপ জয়েন্টের লিগামেন্টে বড়সড় চোট রয়েছে তাঁর৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + 4 =