কলকাতা: কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালাচ্ছেন এক দল সরকারি কর্মচারী৷ তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে কড়া বার্তাও দিয়েছেন৷ যার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী কোনও মন্তব্য করেননি৷ তবে বুধবার নবান্ন থেকে সরকারী কর্মচারীদের উদ্দেশে কড়া বার্তা দিয়ে রাখলেন তিনি৷ প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী সাফ জানান, সরকারি কর্মচারীরা কাজে ফাঁকি দিলে বা অসহযোগিতা করলে কোনও ভাবেই তা বরদাস্ত করা হবে না। পরিষেবা আটকে রাখার অভিযোগ উঠলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমি এ ব্যাপারে খুব কড়া। রাফ অ্যান্ড টাফ। কেউ অসহযোগিতা করলে সেকশন ৫৬ জে মোতাবেক সোজা টার্মিনেট করে দিন। তার পর আমি দেখে নেব।’’ দুর্নীতিতে জড়ালেও রেহাই মিলবে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন মমতা৷