আগামী ১৫ দিন আরও ভয়ঙ্কর হবে করোনা পরিস্থিতি, সতর্ক করলেন মমতা

আগামী ১৫ দিন আরও ভয়ঙ্কর হবে করোনা পরিস্থিতি, সতর্ক করলেন মমতা

কলকাতা: নব নির্মিত মন্ত্রিসভার প্রথম বৈঠকেই করোনা নিয়ে উদ্বেগ প্রকাশ মুখ্যমন্ত্রীর৷ তিনি বলেন, আগামী ১৫ দিনের মধ্যে আরও ভয়ঙ্কর আকার ধারন করবে করোনা৷ আরও বেশি করে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে৷ তাই এই সময় দূরত্ব বিধি বজায় রেখে চলতে হবে৷ এই ১৫ দিন সকলকে সতর্ক ভাবে থাকতে হবে৷  

আরও পড়ুন- এবারও ঈদে রেড রোডে হবে না নামাজ, ৫০ জনের বেশি জমায়েত নয় ধর্মীয় অনুষ্ঠানে

মুখ্যমন্ত্রী আরও বলেন, এর পর হয়তো আস্তে আস্তে করোনার প্রাদুর্ভাব কমতেও পারে৷ কিন্তু এই ১৫ দিনের মধ্যেই রয়েছে ঈদ৷ তাই ঈদের আনন্দ করতে গিয়ে যেন কোনও অসুখ না হয়৷ কারণ অক্সিজেন, ভ্যাকসিন ঠিক মতো পাওয়া যাচ্ছে না৷ যতটা পাওয়া যাচ্ছে, ততটাই সরবরাহ করা হচ্ছে৷ এই পরিস্থিতিতে আরও বেশ মানুষ অসুস্থ হলে সমস্যা আরও বাড়বে৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + 11 =