এক বছর পর পার্থের কেন্দ্রে পা রাখবেন মমতা, কী বার্তা দেবেন?

এক বছর পর পার্থের কেন্দ্রে পা রাখবেন মমতা, কী বার্তা দেবেন?

কলকাতা: উপলক্ষ স্বাধীনতা দিবস উদযাপন৷ এক বছর পর ফের পার্থ চট্টোপাধ্যায়ের কেন্দ্রে পা রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সোমবার ১৪ অগাস্ট সন্ধ্যায় বেহালায় তৃণমূল আয়োজিত ‘ফ্রিডম অ্যাট মিডনাইড’ কর্মসূচিতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। গত বছর একই দিনে বেহালায় এসে সভা করে গিয়েছিলেন মমতা। 

এক বছর আগে যখন বেহালায় সভা করতে এসেছিলেন, তখন একটি বাবের জন্যেও পার্থর নাম উচ্চারণ করেননি দলনেত্রী। ওই সভাটি হয়েছিল পার্থের ম্যান্টনের বিধায়ক কার্যালয়ের খুব কাছে। এ বারও সেখানেই সভার আয়োজন করা হয়েছে৷ বেহালা পূর্ব ও পশ্চিম বিধানসভার তৃণমূল নেতৃত্ব যুগ্ম ভাবে কর্মসূচি আয়োজনের দায়িত্ব পালন করছেন৷  

গত বছর বেহালায় দাঁড়িয়ে পার্থ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গে উত্থাপন না করলেও, গরুপাচার কাণ্ডে ধৃত অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী। গত বছর ১১ অগাস্ট বীরভূমের নিচুপট্টির বাড়ি থেকে সিবিআই-এর হাতে গ্রেফতার হন অনুব্রত। ১৪ অগাস্ট বেহালা পশ্চিমে আয়োজিত সভায় অনুব্রতর গ্রেফতারির বিরুদ্ধে সরব হয়েছিলেন মমতা। পার্থ-অনুগামীরা মনে করেছিলেন, বেহালা পশ্চিমের পাঁচ বারের বিধায়ক পার্থের পাশে হয়তো দাঁড়াবেন মুখ্যমন্ত্রী। কিন্তু মমতা তেমনটা করেননি। ২৩ জুলাই গ্রেফতার হন পার্থ৷ এর পরেই তাঁকে দল থেকে সাসপেন্ড করেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই পার্থের সমর্থনে মুখ্যমন্ত্রীর বিবৃতি দেওয়ার প্রশ্ন ওঠেনি। তবে এবার তিনি কী বার্তা দেবেন সেটাই দেখার৷ সামনেই লোকসভা নির্বাচন৷ দিল্লি দখলের লড়াই নিয়েও মুখ্যমন্ত্রী কোনও বার্তা দিতে পারেন বলে ওয়াকিবহাল মহলের ধারণা৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 10 =