কলকাতা: ফের ডি’লিট পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আগামী সোমবার অর্থাৎ ৬ ফেব্রুয়ারি তাঁকে এই সম্মান দেওয়া হবে৷ সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের তরফে ডি’লিট অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন রাজ্যপাল সিভি আনন্দ বোস৷ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘‘পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষায় উন্নয়ন সংক্রান্ত অবদানের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ডি’লিট সম্মানে ভূষিত করা হবে৷’’
আরও পড়ুন- ‘টাকাটা সাধারণ মানুষের জন্য, দলের সদস্যদের জন্য নয়, আবাসের বরাদ্দ নিয়ে খোঁচা স্মৃতির
জানা গিয়েছে, এদিনের সমাবর্তন অনুষ্ঠানে ৭৭০ জন ছাত্রছাত্রীর হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হবে। উল্লেখ্য, রাজ্যে সরকারি বিশ্ববিদ্যালয়গুলির আচার্য হলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কিন্তু, সেন্ট জেভিয়ার্স বেসরকারি বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের আচার্য হলেন ফাদার রাফায়েল জে হাইড। তবে সেন্ট জেভিয়ার্সের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যপাল। সেক্ষেত্রে কার হাত থেকে মুখ্যমন্ত্রী ডিলিট নেন সেটাই দেখার বিষয়। ইতিমধ্যেই ডি’লিট সম্মান প্রদানের বিষয়টি চিঠি দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানানো হয়েছে৷ সূত্রের খবর, এই সম্মান গ্রহণ করতে রাজি হয়েছেন মমতা।
উল্লেখ্য, এর আগে ২০১৮ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিলিট সম্মানে ভূষিত করেছিল কলকাতা বিশ্ববিদ্যালয়। তৎকালীন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর হাত থেকে ডি’লিট সম্মান গ্রহণ করেছিলেন তিনি। তবে তাঁকে ডি’লিট দেওয়া নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল। ‘নিরলস সাহিত্য সাধনা’-র জন্য এই পুরস্কার দেওয়া হয়েছিল তাঁকে৷ কিন্তু, এ নিয়ে মামলা গড়ায় আদালতের দুয়ারে৷ তবে সেই মামলার বিশেষ প্রভাব পড়েনি। সরকারি বিশ্ববিদ্যালয়ের পর এবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তরফেও মুখ্যমন্ত্রীকে ডি’লিট সম্মানে ভূষিত করার সিদ্ধান্ত নেওয়া হল৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>