চলতি মাসেই ঝাড়গ্রাম সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, প্রশাসনিক বৈঠক ছাড়াও রয়েছে গুচ্ছ কর্মসূচি

চলতি মাসেই ঝাড়গ্রাম সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, প্রশাসনিক বৈঠক ছাড়াও রয়েছে গুচ্ছ কর্মসূচি

কলকাতা: পঞ্চায়েত ভোটের আগে উত্তরবঙ্গ সফরে গিয়ে হেলিকপ্টার বিভ্রাটের মুখে পড়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই সময় হাঁটু ও কোমড়ে চোট পেয়েছিলেন তিনি৷ এর পর অস্ত্রোপচারও হয় তাঁর৷ তবে এখন অনেকটাই সুস্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ চলতি মাসে ঝাড়গ্রাম সফরে যাচ্ছেন তিনি। এবার পঞ্চায়েত নির্বাচনে সেখানে ভাল ফল করেছে তৃণমূল কংগ্রেস। ঝাড়গ্রাম জেলা পরিষদে জিতেছে শাসক দল৷ গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সংখ্যাগরিষ্ঠ আসনেও জিতেছে জোড়াফুল। তবে এটাও ঠিক যে, ঝাড়গ্রামে বিজেপিও একটা গণভিত্তি গড়ে তুলতে সক্ষম হয়েছে। সেটা হয়েছে গত পঞ্চায়েত ভোটের সময় থেকেই। গত লোকসভা ভোটে তার ফলও পেয়েছিল গেরুয়া শিবির৷ তবে একুশের ভোটে তৃণমূল কৌশল বদল করায়  সাফল্য হাতছাড়া হয়। তৃণমূল সূত্রের দাবি, জনজাতি এলাকায় বিজেপি ও সঙ্ঘ পরিবার ক্রমাগত সময় দিয়ে চলেছে। লোকসভা ভোটের আগে ফের একবার পশ্চিমাঞ্চলের এই জেলা দখলে ঝাঁপাবে গেরুয়া শিবির। ফলে জনজাতি এলাকায় জনভিত্তি ধরে রাখতে মরিয়া তৃণমূলও৷ 

নবান্ন সূত্রে খবর, দুর্গাপুজোর ঠিক আগে সেপ্টেম্বর মাসে দুয়ারে সরকার শিবির করবে রাজ্য সরকার। তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জেলা সফরে যেতে চাইছেন। তবে সেপ্টেম্বর মাসে জেলা সফরের কর্মসূচি এখনও ঠিক হয়নি। তবে জানা গিয়েছে, ৮ ও ৯ অগাস্ট ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। সেখানে বেশ কিছু কাজ নিজে খতিয়ে দেখবেন। উপস্থিত থাকবেন মন্ত্রী বীরবাহা হাঁসদা৷ আবার একই সঙ্গে রাজনৈতিক কর্মসূচিও থাকছে তাঁর। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে কেমন করে কাজ করতে হবে, কোন কাজগুলি আগে করতে হবে সে সব বাতলে দেবেন মুখ্যমন্ত্রী। 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + twelve =