স্ত্রীই নাকি বোন! ছয় বছর সংসারের পর রহস্য ফাঁস!

স্ত্রীই নাকি বোন! ছয় বছর সংসারের পর রহস্য ফাঁস!

 নয়াদিল্লি: ছয় বছরের দাম্পত্য৷ সুখে-দুখে বেশ ভালই কাটছিল দিন৷ ইতিমধ্যে তাঁদের জীবনে আসে ফুটফুটে এক পুত্রসন্তানও৷ কিন্তু হঠাৎই এক ঝড়ে সব লন্ডভন্ড৷ আচমকাই অসুস্থ হয়ে পড়েন স্ত্রী৷ তার পরেই যেন মাথায় বাজ ভেঙে পড়ে ওই যুবকের৷ না, স্ত্রীর অসুস্থতাই এর কারণ নয়। তাঁর সামনে আসে এমন এক সত্য, তা তাঁদের সম্পর্কের ভিত নাড়িয়ে দেয়৷ দীর্ঘ বৈবাহিক জীবনের পর ওই যুবক জানতে পারেন তাঁর স্ত্রী নাকি তাঁর রক্তের সম্পর্কের বোন। হ্যাঁ, এমনটাই ঘটেছে৷ এই খবর এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়েছে৷ 

আরও পড়ুন- মোদীর উদ্বোধন করা ৮ হাজার কোটির রাস্তা এখন ‘পুকুর’, বিরাট সমালোচনা

এখন প্রশ্ন হল, এতদিন যাঁর সঙ্গে সংসার করলেন, তিনি কী ভাবে বোন হল? সেই রহস্য নিজেই ফাঁস করেছেন ওই যুবক৷  তিনি জানান, ছেলের জন্মের পর আচমকাই অসুস্থ হয়ে পড়েন তাঁর স্ত্রী৷ কিডনির সমস্যা দেখা দেয় তাঁর৷ চিকিৎসকরা বলেন, তাঁর কিডনির প্রতিস্থাপন করতে হবে৷ শুরু হয় ডোনারের খোঁজ৷ কিন্তু, কাউকে খুঁজে না পেয়ে ওই যুবক ঠিক করেন, তিনি নিজেই কিডনি দেবেন৷ সেই অনুযায়ী শুরু হয় পরীক্ষা-নিরীক্ষা৷ চিকিৎসকরা জানান, তিনি কিডনি দিতে সক্ষম৷ একইসঙ্গে তাঁকে এইচএলএ (হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন) পরীক্ষা করতে বলেন চিকিৎসকরা। সেই পরীক্ষাতেও স্ত্রীর সঙ্গে তাঁর মিল খুঁজে পান চিকিৎসকেরা। এরপরই ফাঁস হয় সেই রহস্য। যা জানার পর চমকে যান স্বামী-স্ত্রী উভয়েই৷ এমন পরিস্থিতিতে তাঁরা কী করবেন, তা বুঝে উঠতে পারছেন না কেউই৷ 

কিন্তু এমনটা হল কী ভাবে? 

জানা গিয়েছে, জন্মের পরই ওই ব্যক্তিকে দত্তক নেয় এক দম্পতি৷ তাই নিজের আসল বাবা মা-র পরিচয় তিনি কখনও জানতেই পারেননি। তবে তিনি কোনও দিন বাবা-মায়ের অভাব বোধ করেননি। কিন্তু নিজের বৈবাহিক জীবনের আড়ালে যে এমন সত্য লুকিয়ে রয়েছে, তা কোনও দিন কল্পনা করতে পারেননি তিনি৷ 

এই খবর জানাজানি হতেই নেট দুনিয়ায় নানা প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। অধিকাংশ নেটিজেনরই বক্তব্য, এত বছর একসঙ্গে থাকার পর এই ঘটনাকে এত গুরুত্ব না দেওয়াই উচিত। এই অবস্থায় ছেলের উপর যাতে কোনও প্রভাব না পড়ে, তার উপর বিশেষ গুরুত্ব দিতে বলেছেন নেটিজেনরা।