মোদীর পর রাহুল! নিরাপত্তাবলয় ভেঙে ভারত জোড়ো যাত্রায় কংগ্রেস সাংসদকে জড়িয়ে ধরলেন যুবক

মোদীর পর রাহুল! নিরাপত্তাবলয় ভেঙে ভারত জোড়ো যাত্রায় কংগ্রেস সাংসদকে জড়িয়ে ধরলেন যুবক

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর এবার রাহুল গান্ধী৷ নিরাপত্তা বলয় ভেঙে একেবারে কংগ্রেস নেতাকে জড়িয়ে ধরলেন এক ব্যক্তি। মঙ্গলবার পঞ্জাবের হোশিয়ারপুরে ভারত জোড়ো যাত্রা চলার সময় তাঁদের পদযাত্রার মধ্যে ঢুকে আসেন এক ব্যক্তি। সোজা গিয়ে জড়িয়ে ধরেন রাহুল গান্ধীকে। ঘটনার আকস্মিকতায় খানিকটা চমকে যান সোনিয়া-তনয়৷ তবে সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নেন৷ তাঁর নিরাপত্তারক্ষীরা সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে সেখান থেকে সরিয়ে দেন। ওই ঘটনার ভিডিয়ো প্রকাশ করেছে কংগ্রেস।  

আরও পড়ুন- সূচনার ৩ দিনের মাথায় ধাক্কা! মাঝ নদীতে আটকে গেল ‘গঙ্গা বিলাস’

মঙ্গলবার সকালে পাঞ্জাবের হোশিয়ারপুর থেকে ভারত জোড়ো যাত্রা শুরু করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। পদযাত্রা চলার সময় সকাল দশটা নাগাদ আচমকাই নিরাপত্তা বলয় ভেঙে ঢুকে পড়েন এক ব্যক্তি। কেউ কিছু বুঝে ওঠার আগেই সোজা গিয়ে রাহুলকে জড়িয়ে ধরেন তিনি। তবে সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে সরিয়ে দেন নিরাপত্তা রক্ষীরা। প্রথমে খানিকটা হকচকিয়ে গেলেও নিজেকে সামলে নেন সোনিয়া-তনয়। ওই ব্যক্তির দিকে তাকিয়ে হাসেনও তিনি। তবে এক জন্য যাত্রা বন্ধ হয়নি৷ একইভাবে এগিয়ে যান তাঁরা৷ 

প্রসঙ্গত, দিন কয়েক আগে কর্ণাটকে রোড শো চলার সময় নিরাপত্তা বলয় ভেঙে মালা হাতে মোদীর কাছে চলে এসেছিলেন প্রধানমন্ত্রীর এক ভক্ত। রাস্তার দু’পাশে তখন উপচে পড়া ভিড়৷ এসইউভি-র একপাশের দরজা খুলে বনেটে দাঁড়িয়ে অভিবাদন গ্রহণ করছিলেন নমো। তখনই আচমকা এক যুবক নিরাপত্তা বলয় টপকে একেবারে তাঁর গাড়ির কাছে এসে পৌঁছে যায়। মোদীকে মালা পরানোর চেষ্টাও করেন। তড়িঘড়ি ওই যুবককে সরিয়ে দেয় এসপিজি বা স্পেশাল প্রোটেকশন গ্রুপের কর্মীরা।  তবে মালাটি ওই যুবকের হাত থেকে নিয়ে রেখে দেন নমো৷