মুম্বই: মাঝ আকাশে সহযাত্রীর গায়ে প্রস্রাব করা থেকে ধূমপান! গত কয়েক দিন ধরেই বিতর্কের শিরোনামে রয়েছে এয়ার ইন্ডিয়া বিমান সংস্থা। এদিন আরও একবার চর্চার কেন্দ্রে উঠে এল এয়ার ইন্ডিয়া৷ ভাইরাল হল এয়ার ইন্ডিয়া বিমানের অন্দরের একটি দৃশ্য। তবে সেই দৃশ্য কোনও বিতর্কিত নয়, নয় আতঙ্কের। বরং এ দৃশ্য মন ভাল করে দেয়। এয়ার ইন্ডিয়ার মুম্বইগামী বিমান তখন মধ্যগগনে৷ হঠাৎই একতাড়া ফুল এনে বাগ্দত্তার সামনে যুবক৷ যা দেখে রীতিমতো চমকে ওঠেন ওই তরুণী। এর পর বিমানভর্তি যাত্রীদের সামনেই প্রেয়সীকে ফুল দিয়ে হাঁটু মুড়ে প্রেম নিবেদন করলেন ওই যুবক। সঙ্গে করে নিয়ে এসেছিলেন প্রেমের বার্তা দেওয়া কয়েকটি পোস্টারও। যা দেখে সহযাত্রী এবং বিমানকর্মীরা তখন করতালি এবং হইহই শব্দে ফেটে পড়েন৷ সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেন এক জন বিমানসেবিকা।
আরও পড়ুন- বাবা কাঠমিস্ত্রি, দারিদ্র্যের সঙ্গে লড়াই করেই UPSC-তে সফল জয়প্রকাশ, সর্বভারতীয় র্যাঙ্ক ২৭
ভাইরাল হওয়া ওই ভিডিয়োটিতে দেখা গিয়েছে, চুপিসারে পিছন থেকে এসে নিজের বাগ্দত্তাকে একেবারে হকবাক দেন ওই যুবক। প্রেমিককে সামনে দেখে ওই যুবতীও তখন আনন্দে আসন ছেড়ে লাফিয়ে ওঠেন। এর পর পোস্টার, ফুল এবং আংটি দিয়ে হাঁটু মুড়ে একেবারে ফিল্মি কায়দায় তাঁকে বিয়ের প্রস্তাব দেন প্রেমিক। ওই যুবতী প্রেমের প্রস্তাব গ্রহণ করার পর একে অপরকে আলিঙ্গন করতেই হাততালিতে ফেটে পড়ে গোটা বিমান৷ রমেশ কোটনানা নামের এক ব্যক্তি এই ভিডিয়োটি লিঙ্কডিনে শেয়ার করেছেন। ৫১ সেকেন্ডের এই ভিডিয়োটে এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>