এখনই দিতে হবে না জরিমানা, ভুল প্রশ্ন মামলায় আপাতত স্বস্তিতে পর্ষদ সভাপতি

এখনই দিতে হবে না জরিমানা, ভুল প্রশ্ন মামলায় আপাতত স্বস্তিতে পর্ষদ সভাপতি

কলকাতা:  প্রাথমিকে ভুল প্রশ্ন মামলায় আপাতত স্বস্তি প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যের৷ এই মামলায় এখনই জরিমানা দিতে হবে না তাঁকে৷ পরবর্তী শুনানির সময় এই বিষয়ে সিদ্ধান্ত নেবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ৷ 

আরও পড়ুন- প্রশ্ন ভুল থেকে শিক্ষা! আগেভাগে টেট-এর উত্তরপত্র আপলোড পর্ষদের

প্রসঙ্গত, ভুল প্রশ্ন মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান মানিক ভট্টাচার্য্যকে ব্যক্তিগত ৩ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা করেছিল আদালত৷ এই জরিমানা ধার্য করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আবেদন জানিয়েছিল রাজ্য সরকার৷ এদিন অন্তর্বর্তী নির্দেশে আদালত জানান, আপাতত জরিমানার টাকা দিতে হবে না মানিকবাবুকে৷ এ বিষয়ে পরবর্তীকালে সিদ্ধান্ত নেবে ডিভিশন বেঞ্চ।

পাশাপাশি ২০১৪ সালে প্রাথমিকে শিক্ষক নিয়োগে ভুল প্রশ্নপত্র মামলায় ১৯ জন প্রার্থীকে অবিলম্বে নিয়োগ করার নির্দেশ দেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা সংসদকে। নিয়োগ সংক্রান্ত সেই রিপোর্ট আগামী ১ অক্টোবরের মধ্যে হাইকোর্টে জমা করতে হবে। এরপরেই মানিকবাবুর জরিমানার বিষয়টি বিবেচনা করে দেখবে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। 

আরও পড়ুন- চলতি মাসের শেষেই টেটের ফল? প্রকাশিত উত্তরপত্র

প্রসঙ্গত, ভুল প্রশ্ন মামলায় বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, যাঁরা টেটে ভুল প্রশ্নের উত্তর দিয়েছিলেন (ভুল হোক বা ঠিক) তাঁদের ১ নম্বর করে দিতে হবে এবং ওই নম্বর পাওয়ার পর কেউ চাকরি পাওয়ার যোগ্যতা অর্জন করে নিলে, তাঁকে চাকরিও দিতে হবে৷ উল্লেখ্য, প্রাথমিক টেটে ‘৬টি ভুল প্রশ্ন’ মামলায় বিষয়টি বিশ্বভারতীর অধ্যাপকদের দিয়ে খতিয়ে দেখা হয়৷ এর পর ২০১৮ সালে উপরোক্ত নির্দেশ দেয় হাইকোর্ট৷ এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে ও পরে দু’বার সুপ্রিম কোর্টে যায় পর্যদ। কিন্তু সর্বত্রই সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখা হয়৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − seven =