কলকাতা: গোরু পাচার মামলায় গ্রেফতার অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রা নিয়ে কার্যত উচ্ছ্বাসে মেতেছে বিরোধীরা। ‘চড়াম-চড়াম’ ঢাক বাজিয়ে, আবির উড়িয়ে অনুব্রতর কায়দায় চলছে বিজেপি-কংগ্রেসের গুড়-বাতাসা বিলি। বিরোধীদের এই উচ্ছ্বাসকে তীব্র কটাক্ষ করলেন হুগলির বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী৷
আরও পড়ুন- ডিএ ইস্যুতে ধর্মঘটের বিরোধিতা, অ্যাডিনো-পরিস্থিতি সামনে আনছে তৃণমূল
অনুব্রত দিল্লি যাত্রার দিনই তাঁর সমর্থনে সুর চড়ালেন তৃণমূল বিধায়ক। সোশাল মিডিয়া পোস্টে বীরভূমে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে একজন ব্যবসায়ী বলে সম্বোধন করলেন তিনি৷ শুধু তাই নয়, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিকেও আঙুল তুললেন৷ তিনি গরু পাচারের সঙ্গে যুক্ত বলেও নিশানা করেন মনোরঞ্জন৷
গরু পাচারের বিপুল টাকা কোথায়? কার কারা এই টাকার ভাগ পেয়েছেন, তা বিপুল আয়ের উৎস জানতে অনুব্রত মণ্ডলকে মঙ্গলবার রাতেই দিল্লি নিয়ে গিয়েছে ইডি। কেষ্টর দিল্লি যাত্রার দিনেই বিস্ফোরক পোস্ট করেন বলাগড়ের সমাজসেবী তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর। তিনি সোশাল মিডিয়ায় লেখেন, ‘‘ওঁরা বলছে কেষ্ট মণ্ডল গোরু চোর ! আমার জিজ্ঞাসা… কটা গোরু কেষ্টমণ্ডল চুরি করেছে ? হাটে গোরু বিক্রি হয়। ব্যাপারীরা সেটা কম দামে কেনে আর বেশি দামে বেচে। এটা একটা ব্যবসা । তা বিহার, উত্তরপ্রদেশ থেকে আসা গোরু সে যদি কিনে বেচে থাকে সেটার মধ্যে চুরি কথাটা আসে কী করে? তাহলে কী ব্যবসায়ী মাত্রই চোর!”
একইসঙ্গে তিনি নিশানা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও। তাঁর দাবি, ”বলা হচ্ছে বাংলাদেশে গরু পাঁচার করেছে । তা বর্ডারে তো অমিতবাবুর বিএসএফ পাহারায় থাকে । তাঁরা সেই গরু ধরেনি কেন ? তাহলে কী ওঁরও একটা ভাগ ছিল ? যদি তা হয় তিনিও তো ওই!”
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>
