টাকার বিনিময়ে পঞ্চায়েতের টিকিট বিলি! মনোরঞ্জন ব্যাপারীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ

টাকার বিনিময়ে পঞ্চায়েতের টিকিট বিলি! মনোরঞ্জন ব্যাপারীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ

 কলকাতা: তিনি বরাবরই প্রতিবাদী৷ অন্যায় দেখলেই ফুঁসে ওঠেন৷ তাঁর মুখে সর্বদাই শোনা যায় সততার কথা৷ তাঁকে নিয়ে রাজ্য–রাজনীতিতে বহু চর্চাও হয়েছে৷ বিধায়ক হওয়ার পরেও তিনি রাস্তায় টোটো চালিয়েছেন৷ সেই মনোরঞ্জন ব্যাপারীর বিরুদ্ধেই উঠল পঞ্চায়েত নির্বাচনে টাকা নিয়ে টিকিট দেওয়ার অভিযোগ। অভিযোগ শুনেই ক্ষোভে ফেটে পড়েন বলাগড়ের তৃণমূল বিধায়ক। তিনি অভিযোগ অস্বীকার করলেও জেলার রাজনীতিতে এই নিয়ে শুরু হয়েছে জোড় চর্চা৷ 

মনোরঞ্জনের বিরুদ্ধে টাকার বিনিময়ে টিকিট দেওয়ার অভিযোগ উঠেছে হুগলির বলাগড়ে। তৃণমূল বিধায়কের বিরুদ্ধে টাকা নিয়ে প্রার্থী করার অভিযোগ এনেছে তৃণমূল কংগ্রেস কর্মীদেরই একাংশ। প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন খোদ তৃণমূলের ব্লক সভাপতি। অভিযোগ, যাঁরা আগে বিজেপি করেছেন, জেল খেটেছেন, তাঁরাই টিকিট পেয়েছেন বলে অভিযোগ। এই অভিযোগ ওঠার পরই বৈঠক ডাকেন ব্লক সভাপতি নবীন গঙ্গোপাধ্যায়৷ সেখানে তুমুল হই–হট্টগোল হয়। অভিযোগ-পাল্টা অভিযোগে তপ্ত বলাগড়। 

অভিযোগ, সরাসরি টাকি নিয়ে  পঞ্চায়েত নির্বাচনের টিকিট দেওয়া হয়েছে৷ এই বিষয়ে ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নবীন গঙ্গোপাধ্যায় বলেন, ‘বিজেপির বুথ সভাপতিকে প্রার্থী করা হয়েছে৷ অনেক ক্রিমিনাল প্রার্থী হয়েছে। আমি যে প্যানেল দিয়েছিলাম সেটা নিচুতলায় বুথ স্তরে বসে ঠিক করা হয়েছিল। বিধায়ক এতদিন নির্বাচনের ময়দানে ছিলেন না। আর পঞ্চায়েত নির্বাচনটা একটা অন্য আঙ্গিকে হয়। দলকে বিষয়টা জানিয়েছি। আশা করছি, সুরাহা মিলবে। যে কর্মীরা সারা বছর কাজ করে তাঁদের বাদ দেওয়া হয়েছে। টাকার বিনিময়ে প্রার্থী করা হয়েছে৷’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × five =