বেজিং: ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর-পশ্চিম চিনের গানসু এবং কিংহাই প্রদেশ। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়িঘর। প্রকৃতির ভয়ানক তাণ্ডবে এখনও পর্যন্ত ১১১ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত বহু। ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েছেন অনেকে। তাঁদের বার করে আনার চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকারীরা।
সোমবার গভীর রাতে ভূমিকম্পে কেঁপে ওঠে দুটি প্রদেশ। চিনের সরকারি সংবাদমাধ্যম জিনহুয়া জানাচ্ছে, রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.২। সেই ধাক্কা সামলাতে না পেরে তাসের ঘরের মতো ভেঙে পড়ে অনেক বহুতল। সোমবার রাত ১২টা নাগাদ কেঁপে ওঠে গানসু এবং কিংহাই প্রদেশ। ভূকম্পের কেন্দ্রস্থল গানসু প্রদেশের রাজধানী লানঝৌ থেকে ১০০ কিমি দূরে ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিমি গভীরে।
অপর একটি টেলিভিশন চ্যানেলের সিসিটিভি-র প্রতিবেদন অনুযায়ী, ভূমিকম্পে শুধু গানসু প্রদেশেই এখনও পর্যন্ত ১০০ জনের মৃত্যু হয়েছে৷ আহত অসংখ্য। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্য দিকে, কিংহাই প্রদেশে মৃত্যু হয়েছে ১১ জনের৷ আহতের সংখ্যা শতাধিক।