কলকাতা: ইডি এবং অভিবাসন দফতরের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীর৷ শুক্রবার তাঁর দায়ের করা মামলা খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। এই মামলায় বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের পর্যবেক্ষণ, ইচ্ছাকৃত ভাবে আদালত অবমাননা হয় এমন কোনও কাজ করেনি ইডি এবং অভিবাসন দফতর।
আরও পড়ুন- ‘তদন্ত করবে CBI-ই’, ১১ বছর আগে তপন দত্ত খুনের মামলায় নির্দেশ বহাল হাই কোর্টে
এদিন বিচারপতি আরও জানান, মামলা চলাকালীন চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার প্রয়োজন হলে অথবা অন্য কোনও আবেদন থাকলে আলাদা করে মামলা করতে হবে। এ ভাবে আদালত অবমাননার মামলায় নতুন করে কোনও আবেদন করা যায় না৷
প্রসঙ্গত, গত ১০ সেপ্টেম্বর রাত ৮টা নাগাদ দমদম বিমানবন্দরে আটকানো হয় অভিষেক-শ্যালিকা মেনকাকে৷ ওই দিন ব্যাঙ্কক যাওয়ার জন্য বিমান ধরতে এসেছিলেন তিনি৷ বিমানবন্দরে পৌঁছে পাসপোর্ট টিকিট কাউন্টারে জমা দিয়ে বোর্ডিং পাস নেওয়ার সময়ই তাঁকে বাধা দেওয়া হয় বলে অভিবাসন দফতরের বিরুদ্ধে অভিযোগ জানান মেনকা। প্রায় আড়াই ঘণ্টা বিমানবন্দরে অভিবাসন দফতরের একটি ঘরে বসিয়ে রাখা অভিষেক শ্যালিকাকে। অভিবাসন দফতরের তরফে জানানো হয়, বিশেষ একটি মামলায় তাঁর বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিস জারি করেছে ইডি। তাই তিনি বিমানে উঠতে পারবেন৷ সেই সঙ্গে তাঁকে তলবের নোটিসও ধরানো হয়।
ওই দিন বিমানবন্দর থেকেই ফিরতে হয় মেনকাকে। ১২ সেপ্টেম্বর নোটিস হাতে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে হাজিরা দেন মেনকা। প্রায় সাত ঘণ্টা জেরা করা হয় তাঁকে। এর পর ওই দিনই কলকাতা হাই কোর্টে যান অভিষেকের শ্যালিকা। আদালতের ‘রক্ষাকবচ’ থাকা সত্ত্বেও কেন তাঁকে বিমানবন্দরে আটকানো হল, অভিযোগ জানিয়ে ইডি ও বিমানবন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন৷ সেই মামলাই আজ খারিজ করে দিলেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>