বিধানসভা ঘুরে দেখলেন মিমি, মুগ্ধ তারকা সাংসদ

বিধানসভা ঘুরে দেখলেন মিমি, মুগ্ধ তারকা সাংসদ

কলকাতা:  তিনি লোকসভার সাংসদ৷ দু’বছর আগে তৃণমূলের টিকিটে যাদবপুর থেকে জয়ী হয়েছিলেন মিমি চক্রবর্তী৷ লোকসভায় বেশ কয়েকবার গিয়েছেন তিনি৷ বক্তব্যও রেখেছেন৷ সংসদীয় কাজকর্মের সঙ্গে তিনি বেশ ভালই পরিচিত৷ সেই মিমিই এবার গেলেন বিধানসভায়৷ জনপ্রতিনিধি হিসাবে রাজ্য বিধানসভায় কোনও দিনও পা রেখেননি তিনি৷ ইচ্ছে ছিল ঘুরে দেখার৷ সেই ইচ্ছে পূরণেই বিধানসভায় আগমন তাঁর৷ সাংসদকে বিধানসভা ঘুরে দেখালেন স্বয়ং অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়৷ 

আরও পড়ুন- রাজ্যের সংস্থা নয়, নিরপেক্ষ ভাবে কাজ করুন, নির্বাচন কমিশনকে কড়া চিঠি ধনকড়ের

২০১৯ সালের লোকসভা৷ লাইট-ক্যামেরা অ্যাকশন ছেড়ে প্রথমবার জনতার দরবারে হাজির হন দুই টলি তারকা নুসরত জাহান ও মিমি চক্রবর্তী৷ তাঁরা দু’জনেই নির্বাচিত হন৷ তারপর তাঁরা পা রাখেন দিল্লির রাজনীতির অলিন্দে৷ যোগ দেন লোকসভায়৷ এখনও মনে আছে, অধিবেশন শুরুর বেশ আগেই সংসদে পৌঁছে গিয়েছিলেন মিমি আর নুসরত। একসঙ্গে লোকসভা ঘুরে দেখেছিলেন তাঁরা৷ সেরেছিলেন ফটোশুট৷ ফর্মাল, পশ্চিমী পোশাকে দুই অভিনেত্রীকে অনেকেই মডেল বলে ভুল করতে যাচ্ছিলেন সেদিন৷ সাংসদ হিসেবে অধিবেশন কক্ষে পারফরম্যান্সের আগেই তাঁদের ফটোশ্যুট অনুরাগীদের মুগ্ধ করেছিল। নিদের মাকেও লোকসভা ঘুরিয়ে দেখিয়েছিলেন মিমি। তবে বিধানসভায় আসা হয়নি তাঁর৷ সেই আশা পূরণ করতেই এদিন বিধানসভায় চলে আসেন সাংসদ অভিনেত্রী৷ 

এদিন মিমিকে গোটা বিধানসভা ভবন ঘুরিয়ে দেখান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তবে এদিন আর কোনও ফটো তোলেননি মিমি। সাংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘‘বিমানদা আমাকে অনেকবারই বলছিলেন বিধানসভাটা একবার ঘুরে যেতে। আমারও আসার খুব ইচ্ছে ছিল৷ তবে সময় করে উঠতে পারছিলাম না৷ আজ চলে এলাম। উনি নিজেই আমায় ঘুরিয়ে দেখালেন।”  বিধানসভা দেখে মুগ্ধ মিমি৷   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × five =